সিবিআই আগেই ডেকে জিজ্ঞাসাবাদ করেছিল। কালীঘাটের কাকুকে এবার ইডি তলব করল। কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে এবার ডেকে প🧜াঠাল ইডি। সূত্রের খবর, আগামী ৩০ মে সুজয়কৃষ্ণ ভদ্রকে ডাকা হয়েছে ইডির দফতরে। কয়েকদি🐼ন আগে কালীঘাটের কাকুর বাড়িতে পর্যন্ত তল্লাশি চালিয়েছিল এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তখন কিছু নথিও হাতে আসে। সেই নথির ভিত্তিতে এবার জিজ্ঞাসাবাদ করতেই এবার তাঁকে ডেকে পাঠাল ইডি।
এদিকে ঠিক পাঁচদিন আগে শনিবার বেহালায় সুজয়কৃষ্ণের একাধিক ঠিকানায় তলꦐ্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তখন দফায় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। এবার সেই সুজয়কৃষ্ণ ভদ্রকে আরও জিজ্ঞাসাবাদের জন্য তলব করল ইডি। ইডি সূত্রে খবর, আগামী মঙ্গলবার (৩০ মে) তাদের দফতরে সুজয়কে ডেকে পাঠানো হয়েছে। তলবের নোটিশ ইতিমধ্যেই সুজয়কৃষ্ণের কাছে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ১১টায় তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। কালীঘা♚টের কাকুর কথা প্রথম মুখে এনেছিলেন তাপস মণ্ডল। তার আগে গোপাল দলপতির কথায় ইঙ্গিত মিলেছিল কালীঘাটের কাকু সম্পর্কে।
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য জ্ঞানানন্দ সামন্তকেও তলব করা হয়েছে। রাহুল বেরা নামে এক সিভিক ভলান্টিয়ারকেও তলব করা হয়েছে। সুজয়ের মোবাইল ফোন আগেই বাজেয়াপ্ত করা হয়েছিল। ইডি সূত্রে খবর, সেই মোবাইল থেকে উদ্ধার হওয়া তথ্য সম্পর্কে বিস্তারিত জানতেই জি🔯জ্ঞাসাবাদ করা হতে পরে কালীঘাটের কাকুকে। নিয়োগ কাণ্ডে একাধিক ধৃতের মুখ থেকে সুজয়কৃষ্ণের নাম উঠে আসে। তারপর থেকেই জল গড়াতে শুরু করে। কিছুদিন আগে ইডি হানা দেয় তাঁর বেহালার বাড়ি ‘রাধারাণী’তে। টানা ১৫ ঘণ্টা ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছিল তাঁকে।