Medical College suicide: কীভাবে কার্নিশে পৌঁছালেন আছিয়া? ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যুতে উঠছে প্রশ্ন
1 মিনিটে পড়ুন Updated: 02 Nov 2022, 10:47 PM ISTমঙ্গলবার প্রসূতি বিভাগ ঘুরে দেখার পাশাপাশি যেখানে আছিয়ার মৃতদেহ পাওয়া গিয়েছিল সেই জায়গাটিও ঘুরে দেখেন কমিটির সদস্যরা। পুলিশের সঙ্গেও তারা কথা বলেন। পুলিশ জানিয়েছে আছিয়ার পায়ের তলা থেকে কার্নিশের ধুলোর নমুনা পাওয়া গিয়েছে।
। পুলিশের সঙ্গেও তারা কথা বলেন। পুলিশ জান⭕িয়েছে আছিয়ার পায়ের তলা থেকে কার্নিশের ধুলোর নমুনা পাওয়া গিয়েছে। যদিও পুলিশের বক্তব্য শৌচাগারের ভেন্টিলেটর ধরে কার্নিশে পৌঁছে গিয়েছিলেন আছিয়া বিবি। তারপরে তিনি সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তবে পুলিশের বক্তব্যের সঙ্গে কমিটির সদস্যরা একমত হতে পারছেন না। কারণ ভেন্টিলেটরটি লম্বা এবং চওড়ায় ৯/১৪ ইঞ্চি। ফলে এইটুকু ফাঁক দিয়ে একজন 🐷রোগী কীভাবে যেতে পারে তাই নিয়ে উঠছে প্রশ্ন।
তাছাড়া যেহেতু তিন দিন আগেই তিনি সন্তানের জন্ম দিয়েছিলেনꦫ। ফলে শারীরিক ভাবে🌊 কিছুটা দুর্বলতা ছিলেন ছিলেন তিনি। সেই দুর্বলতাতেও কীভাবে তিনি শৌচাগারে পৌঁছালেন তা নিয়েও থাকছে প্রশ্ন। যদিও সিসিটিভির ফুটেজে শৌচাগারের দিকে আছিয়াকে যেতে দেখা গিয়েছে। পাশাপাশি দেহ পড়ে থাকার পরেও কেন সঙ্গে সঙ্গে তা রক্ষীদের নজরে এল না তা নিয়েও উঠছে প্রশ্ন। মঙ্গলবার স্বাস্থ্য ভবনে রিপোর্ট জমা দিয়ে কমিটি অসন্তোষ প্রকাশ করেছে। একইসঙ্গে হাসপাতালে ছিদ্র গুলি বন্ধ করার অনুরোধ জানিয়েছে। পাশাপাশি সিসিটিভির সংখ্যা বাড়ানোরও অনুরোধ জানিয়েছে।