রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ হওয়ার পর আদালতের নির্দেশ মেনে উপাচার পালনের আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, দূরত্ব বিধি মেনে অংশগ্রহণ করতে হবে ছট পুজোয়। এদিন ছট পুজোর শুভেচ্ছাও জানান তিনি। বিকেলে নবান্নে এক সাংবাদিক বৈঠকে সম্ভব হলে বাড়িতেই ছট পালনের আবেদন জানান মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে ছট পুজোর অনুমতি আদায়ের KMDA-এর শেষ চেষ্টা ব্যর্থ হয় বৃহস্পতিবার। এর পরই আদালতের নির্দেশ কার্যকর করতে তৎপর হয় প্রশাসন। এদিন এক ভিডিয়ো বার্তা প্রকাশ করে মমতা বলেন, ‘আদালতের নির্দেশ আমাদের মেনে চলতে হবে। ছোট ছোট দলে দূরত্ববিধি মেনে ছটপুজোয় আপনারা অংশ নিন। সরকার এবং পুলিশ-প্রশাসন পাশে রয়েছে।’করোনাবিধির কথা মনে করিয়ে মুখ্যমন্ত্রীর আবেদন, ‘এ বছর অনেক উৎসব ঠিক মতো করতে পারেনি আমরা। কালীপুজোয় বাজি ফাটেনি। ছটপুজোর সময়ও সতর্ক থাকতে হবে। আদালতের নির্দেশ আমাদের মানতেই হবে। আবার করোনার সংক্রমণ যাতে না ছড়িয়ে পড়ে সেটাও দেখতে হবে।’এদিন আদালতের রায়ের পর কলকাতার বিভিন্ন এলাকায় কৃত্রিম জলাশয় তৈরির কাজে হাত লাগায় প্রশাসন। বিকেলে নবান্নে মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ছটে শোভাযাত্রা বা দল বেঁধে পুজো দিতে যাওয়া যাবে না। সম্ভব হলে উপাচার পালন করতে হবে বাড়িতেই।