সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড নেই অবিলম্বে তাদের কার্ড ইস্যু করতে হবে। এর জন্য সময়ও বেঁধে দিয়েছিল শীর্ষ আদালত। সেই নির্দেশ মেনেই অবিলম্বে পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দেওয়ার বিষয়ে তৎপর হল খাদ্য দফতর। পশ্চিমবঙ্গে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ🀅্যে রেশন কার্ড দিতে হবে বলে 🦋খাদ্য দফতরের তরফে নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: হরিয়ানায় বাংলার শ্রমিকের হত༺্যাকে ‘গণপিটুনি বলা ঠিক নয়’, বললেন CM নায়াব সাইনি
ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিকদের তালিকা হাতে পেয়েছে খাদ্য দফতর। তাতে যেমন ভিন রাজ্যে কাজ করা বাংলার পরিযায়ী শ্রমিকদের নাম রয়েছে তেমনি পশ্চিমবঙ্গে বসবাসকারী ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের নামও রয়েছে। খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, সব মিলিয়ে ১ লক্ষ ২৪ হাজার পরিযায়ী শ্রমিক রয়েছে, যাꦿদের রেশন কার্ড নেই। সংখ্যাটা খুব বেশি নয় বলেই মনে করছে খাদ্য দফতর। এই সমস্ত পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড দ্রুত ইস্যু করার নির্দেশ দেওয়া হয়েছে। কীভাবে তাদের রেশন কার্ড ইস্যু করতে হবে সেই কথাও খাদ্য দফতরের তরফে স্পষ্ট করা হয়েছে।
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেই পরিযায়ী শ্রমিকদের পরিসংখ্যান জানতে রাজ্য ও অন্যান্য রাজ্যের শ্রম দফতরের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করে খাদ্য দফতর। তাতে জানা যায়, ইতিমধ্যে বহু পর্যায়ে শ্রমিক রেশন কার্ড পেয়ে গিয়েছেন। তবে রেশন কার্ড না পাওয়া পরিযায়ী শ্রমিকের সংখ্যাটা হল ১ লক্ষ ২৪ হাজার । খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে, পুরো কাজটাই হবে অনলাইনে। সেক্ষেত্রে এসএমএসের মাধ্যমে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ডের জন্য আবেদন করেছেন তারা স্থা෴নীয় খাদ্য দফতরে গিয়ে যোগাযোগ 🎐করবেন।