রাজ্যের সরকারি হাসপাতালে প্রায়ই অঙ্গ প্রতিস্থাপন হয়ে থাকে। হৃৎপিণ্ড, ফুসফুস অথবা মানব শরীরের অন্যান্য অঙ্গ প্রতিস্থাপন নতুন কিছু নয়। তবে হাত প্রতিস্থাপন এ রাজ্যে আগে কোনওদিন হয়নি। এই প্রথম এই রাজ্যে হাত প্রতিস্থাপন হল এসএসকেএম হাসপাতালে। শুধু রাজ্যে নয়, গোটা পূর্ব ভারতের মধ্যে এসএসকেএম হাসপাতালে প্রথম হাত প্রতিস্থাপন হল। প্রায় ২০ ঘণ্টা ধরে অস্ত্রোপচারের পর এক যুবকের দুটি হাত প্রতিস্থাপন করে নজির গড়ল এসএসকেএম হাসপাতাল। যদিও হাত প্রতিস্থাপনকে ১০০ শতাংশ সফল এখনই বলছেন না চিকিৎসকরা। আপাতত কয়েকদিন ওই যুবককে পর্যবেক্ষণে রাখা হবেꦅ। অন্যের হাত ওই যুবকের শরীর কতটা মানিয়ে নিচ্ছে, সে বিষয়টি আগামী এক বছর পর্যবেক্ষণ করা হবে।
আরও পড়ুন: জীবন্ত হৃদপিণ্ড নিয়ে মেট্রোয় চড়লেন ডাক্তারবাবুরা, নজিরবিহীন Green Corrido🥂r
এসএসকেএম হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ব্রেন ডেথ হওয়া এক ব্যক্তির মরণোত্তর অঙ্গদান হিসেবে ওই যুবকের শরীরের ওই যুবকের শরীরে হাত প্রতিস্থাপন করা হয়েছে। রাজ্যে প্রথম এফএসকেএম হাসপাতাল এই নজির গড়ার জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাত প্রতিস্থাপন হওয়ার পরে টুইটারে এসএসকেএমের প্রশংসা করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘এসএসকেএম হাসপাতালে দুটি হাত প্রতিস্থাপন অস্ত্রোপচার প্রশংসা এবং দিগন্ত উন্মোচনকারী ঘটনা। এর জন্য আমি আমাদের সরকারি চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীকে অভিনন্দন জানাই। আপনাদের এই উদ্ꦺযোগ আমাদের গর্বিত করল!’ জানা গিয়েছে, অঙ্গ প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে শনিবার। হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিংয়ের প্লাস্টিক সার্জারি ইউনিটে এই অস্ত্রোপচার করা হয়।
হাসপাতাল সূত্রে🍷 জানা গিয়েছে, উলুবেড়িয়ার ৪৩ বছর বয়সি এক বাসিন্দার এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয়। শুক্রবার এসএসকেএম হাসপাতালে তাঁর ব্রেন ডেথ ঘোষণা করা হয়। এরপরে মৃতের হাত যুবকের শরীরে প্রতিস্থাপনের জন্য শনিবার রোনাল্ড রস প্লাস্টিক সার্জারি বিল্ডিংয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে হাত প্রতিস্থাপন সম্পন্ন হয়। চিকিৎসক মহলের দাবি, এর আগে পশ্চিমবঙ্গে হꦰাত প্রতিস্থাপনের ঘটনা ঘটেনি। এটি বিরল অস্ত্রোপচার ছিল।