আজ থেকে শুরু বইমেলা। এবার বইমেলায় গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এবার সাজাপ্রাপ্ত বন্দিরাও বইমেলায় অনুষ্ঠান পরিবেশন করবেন। বইমেলায় এই ধরনের পদক্ষেপ একেবারে প্রথম। বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিদের কয়🅷েকজন এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানা যাচ্ছে। মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় এ বিষয়ে কারা দফতরের এক শীর্ষ কর্♉তাকে ইমেল করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: বইমেলায় জাগো বাংলার স্টলে 💧৫টি বই প্রকাশিত হবে মুখ্যমন্ত্রীর
জানা গিয়েছে, বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে অনেক বন্দি রয়েছে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছে। তাদের নিয়ে এই অনুষ্ঠান করার জন্য কারা দফতরের এক শীর্ষ কর্তাকে ইমেল করেছেন কমিশনের চেয়ারপার্সন। যদিও এখনও এই বিষয়ে পুরোপুরি সিদ্ধান্ত হয়নি। তবে সে ক্ষেত্রে আবেদন এসে থাকলে আইন মেনে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কারা দফতরের এক শীর্ষক🐲র্তা। প্রাথমিকভাবে আবেদনে জানানো হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের ৯ জন বন্দিকে বইমেলায় পাঠানোর জন্য রাজ্য মহিলা কম🐼িশনের স্টলে তারা অনুষ্ঠান পরিচালনা করবেন। উল্লেখ্য, গত বছর থেকে বইমেলায় স্টল দিচ্ছে রাজ্য মহিলা কমিশন। এই নিয়ে তারা দ্বিতীয়বার স্টল দিচ্ছে। আগামীকাল এই স্টলের উদ্বোধন হবে। সে ক্ষেত্রে বন্দিদের সকালে নিয়ে গিয়ে রাতের মধ্যে জেলে ফিরিয়ে আনা যেতে পারে। ১২ ঘণ্টার জন্য তাদের জেলের বাইরে রাখা যেতে পারে বলে জানা গিয়েছে।