গোষ্ঠীকোন্দলে জড়িয়ে দলের পার্টি অফিসের ভিতরে মারামারি করায় শনিবারই কলকাতা পুরসভার ২ কাউনꦍ্সিলরকে শো কজ করেছে তৃণমূল। তবে তার যে কোনও প্রভাব দলের নিচুতলার কর্মীদের ওপর পড়েনি তার প্রমাণ পাওয়া গেল হাতে নাতে। ফের তৃণমূল কার্যালয়ের ভিতরেই আক্রান্ত হলেন তৃণমূল কর্মীরা। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে গড়িয়ায় রাজপুর – সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পার্টি অফিসে♑। দুষ্কৃতীদের মারে ৩ জন তৃণমূলকর্মী গুরুতর জখম হয়েছেন।
আরও পড়ুন - পিস্তল নিয়ে স্কুলে এল𒆙 পড়ুয়া, তৃণমূল নেতার ‘ভাইপো’র কাণ্ডে ত🔯োলপাড়
পড়তে থাকুন - ইং🌳রেজবাজারে জঞ্জাল কর, TMC-র খারাপ ফলের জন্ওযই এমন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির
গড়িয়া স্টেশনের রেল ব্রিজের কাছে রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পিন্টু দেবনাথের পার্টি অফিস। অন্যান্য দিনের মতো শনিꦛবার সকালে পার্টি অফিস খুলে ভিতরে গল্প করছিলেন তৃণমূল কর্মীরা। অভিযোগ, বেলা ১১টা নাগাদ বেশ কয়েকজন যুবক সেখানে বাঁশ ও লাঠি নিয়ে পৌঁছয়। শুরু হয় ব্যাপক ভাঙচুর। চেয়ার – টেবিল আছড়ে ভাঙা হয়। বাধা দেওয়ার চেষ্টা করেও 💝সুবিধা করতে পারেননি তৃণমূল কর্মীরা। এর পর দুষ্কৃতীদের রোষ গিয়ে পড়ে তৃণমূলকর্মীদের ওপর। বাঁশ লাঠি দিয়ে পেটানো শুরু হয় তাদের। প্রকাশ্য দিবালোকে জনবহুল এলাকায় এই ঘটনায় প্রবল আতঙ্ক ছড়ায়। ঘটনায় ৩ জন তৃণমূলকর্মী গুরুতর আহত হয়েছেন। তবে ঘটনার সময় কাউন্সিলর পার্টি অফিসে ছিলেন না।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরাও তৃণমূলকর্মী। সম্প্রতি তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠায় কাউন্সিলর তাদের পার্টি অফিসে আসতে বারণ করে দিয়🍰েছিলেন। এতেই কাউন্সিলরের নেক নজরে থাকা তৃণমূল কর্মীরা তাদের আক্রোশে পড়েন।
আরও পড়ুন - ভোটে পরা𝕴জিত হয়🐷েই বিয়ের পিঁড়িতে বসলেন বিজেপি MLA স্বপন মজুমদার, পাত্রী কে?
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান পুলিশকর্মীরা। পার্টি অফিসের সিসিটিভ༒ি ফুটেজ দেখে দুষ্কৃতীদের সনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।