কয়েকদিন আগেই অনির্দিষ্টকালের জন্য দরজা বন্ধ করা হয়েছিল জিডি বিড়লা স্কুলের। বর্ধিত বেতন নিয়ে প্রতিবাদী অভিভাবকদের বিক্ষোভের মুখে পড়ুয়াদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে বন্ধ হয়েছিল জিডি বিড়লা। সেই সময় পূর্ণ বেতন দেওয়া অভিভাবকরা প্রশ্ন তুলেছিলেন স্কুলের এই সিদ্ধান্ত নিয়ে। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত স্কুল। তবে স্কল খুলতেই নয়া বিতর্কে জড়াল জিডি বিড়লা। পড়ুয়াদের মধ্যে ভেদাভেদ এবং বৈষম্যের অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। জানা গিয়েছে, যে পড়ুয়াদের অভিভাবক পুরো ফি জমা দিয়েছেন, সেই পড়ুয়াদের হলুদ রঙের আইডি দেওয়া হচ্ছে। এবং শুধু বেতন মেটানো পড়ুয়াদেরই সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এদিকে পড়ুয়াদের গলায় ঝুলতে থাকা হলুদ আইডি দুই বার করে পরীক্ষা করা হচ্ছে গেটে। তারপরই মিলছে স্কুলে ঢোকার অনুমতি। এদিকে অশোক হল এবং মহাদেবী বিড়লা শিশুবিহার স্কুলও সোমবার থেকে খুলে গিয়েছে। এর আগে পড়ুয়াদের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে কলকাতার নামী তিন স্কুল তাদের দরজা বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য। ফি বৃদ্ধির প্রতিবাদে স্কুলের গেটের বাইরে অভিভাবকদের বিক্ষোভের জেরেই এই সিদ্ধান্ত নিয়েছিল স্কুল কর্তৃপক্ষ। উল্লেখ্য, করোনার জেরে দীর্ঘদিন বন্ধ ছিল স্কুল। তবে পরিস্থিতি ফের স্বাভাবিক হচ্ছে। খুলেছে স্কুলের দরজা। তবে এরই মধ্যে ফি বৃদ্ধি নিয়ে প্রতিবাদী হন অভিভাবকদের একাংশ। এই আন্দোলন বিক্ষোভের মাঝে স্কুল কর্তৃপক্ষ আইনশৃঙ্খলার অবনতির কথা উল্লেখ করে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেন।