হরিদেবপুরে অটো﷽র স🦋ঙ্গে সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগল। এই পথদুর্ঘটনায় মৃত্যু হল অটো চালকের। আজ, শুক্রবার ঠাকুরপুকুর ক্যান্সার হাসপাতালের কাছে ওই পথদুর্ঘটনা ঘটেছে। সরকারি বাসের সঙ্গে অটোর মুখোমুখি ধাক্কা লাগে৷ অটো চালকের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন তিনজন যাত্রী৷ এখানে বাস নিয়ন্ত্রণ হারিয়েছিল বলে খবর।
ঠিক কী ঘটেছে ঠাকুরপুকুরে? পুলিশ সূত্রে খবর, কবরডাঙা থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল অটোটি। বাসটি আসছিল উল্টোদিক থেকে। তখন অটো ও সরকারি বাসের মুখোমুখি ধাক্কা লাগে। তার জেরেই মৃত্যু হয়েছে অটোচালক জগদীশ মণ্ডলের। অটোর তিনজন যাত্রীর মধ্যে দু’জনকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। আর একজন বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাতক 🌱বাসের চালককে আটক করা হয়েছে।
কী তথ্য উঠে আসছে? স্থানীয় ♔সূত্রে খবর, সরকারি বাসের গতি ছিল অত্যন্ত জোরে। তার ফলেই নিয়ন্ত্র♎ণ হারিয়ে অটোকে ধাক্কা মারে সরকারি বাসটি। এই সজোরে সরকারি বাসের ধাক্কায় অটো টালক জগদীশ মণ্ডল ছিটকে পড়ে রাস্তায়৷ রক্তারক্তি কাণ্ড ঘটে যায। তা দেখে অনেকে শিউরে ওঠেন। বাসচালক পালাবার চেষ্টা করেছি🃏ল। তবে ধরা পড়া যায়।
তারপর কী ঘটল সেখানে? এই ঘটনায় রীতিমতো হুলুস্থুল 🌠পড়ে যায় এলাকায়৷ খবর দেওয়া হয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা অটো চালক জগদীশ মণ্ডলকে মৃত বলে ঘোষণা করেন। অটো চালকের পরিবারে শোকের ছায়া নেমে আসে।