কালীঘাট স্কাইওয়াক নির্মাণের কাজ চলছে জোর কদমে। এক বছরেরও বেশি সময় ধরে চলছে এই নির্মাণ। এর ফলে মন্দির সংলগ্ন একাধিক রাস্তা এবং ফুটপাত ক্ষতিগ্রস্ত হয়েছে। 𝓀সেই সমস্ত রাস্তা সংস্কার করবে কলকাতা পুরসভা। তবে কিছু কিছু রাস্তা এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেগুলি সংস্কার করলেই চলবে না, সেই রাস্তাগুলির পুনর্নির্মাণ করতে হবে। যার মধ্যে রয়েছে কালী মন্দির রোড, সদানন্দ রোড এবং গুরুপদ হালদার রোড। এর জন্য ৫.৩ কোটি টাকা বরাদ্দ করবে রাজ্য সরকার।
আরও পড়ুন: ডিসেম্বরেও শেষ হবে না কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজ, 💮কেন দেরি? জানাল সংস্থা
রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর মঙ্গলবার জানিয়েছে, রাস্তা এবং ফুটপাথ সংস্কারের জন্য প্রয়োজনীয় পরিমাণ অর্থ মঞ্জুর করা হবে। রাস্তা ও ফুটপাথ পুনর্গঠনের জন্য ৫.৩ কোটি টাকা বরাদ্দ করার আশ্বাস দিয়েছে নগরোন্নয়ন দফতর। এর পাশাপাশি স্কাইওয়াক নির্মাণ কাজের জন্য ৮২.৬ কোটি টাকা মঞ্জুর করতে সম্মত হয়েছে। রাস্তা ও ফুটপাথ পুনর্নির্মাণের ইতিমধ্যেই দরপত্র ডেকেছে। বিষয়টি মেয়র পারিষদের কাছে অনুম🔯োদনের জন্য রাখা হবে। পুরসভার তরফে জানানো হয়েছে, এবিষয়ে সম্মতি পাওয়ার পরেই রাস্তা এবং ফুটপাথ পুনর্নির্মাণের জন্য একটি নির্দেশ জারি করা হবে। প্রসঙ্গত, স্কাইওয়াক তৈরির জন্য প্রথমে ৭৭.৩ কোটি টাকা অনুমোদন করে♉ছিল নগরোন্নয়ন দফতর। তবে নির্মাণকারী সংস্থার তরফে জানানো হয় নির্দিষ্ট সময়ের মধ্যে তারা কাজ শেষ করতে পারবে না। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করার জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুমোদন দেওয়া হয়েছে।