তাঁর বিরুদ্ধে রয়েছে শ্লীলতাহানির অভিযোগ। আর সেই অভিযোগ লিখিত আকারে হেয়ার স্ট্রিট থানায় দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করতেই পেয়েছ𒉰ে ভিডিয়ো ফুটেজ। গোটা বিষয়টি নিয়ে রাজ্য–রাজনীতি তোলপাড়। আর বিতর্কের আবহেই এবার নয়া পদক্ষেপ। হ্যাঁ, তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোস। ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়াতে আর্থিক সাহায্যের সিদ্ধান্ত নিয়েছেন। সমাজের প্রান্তিক ও দরিদ্র শ্রেণির ১০০ জন ক্যানসার ဣআক্রান্ত মহিলাকে আর্থিকভাবে সাহায্য করবেন তিনি। রাজভবনের এক্স হ্যান্ডেলে এই কথা জানানো হয়েছে। আর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, শ্লীলতাহানির অভিযোগ ঢাকতেই কি এমন নয়া সিদ্ধান্ত?
এদিকে রাজভবন সূত্রে খবর, রাজ্যপাল সিভি আনন্দ বোসের ‘মিশন কমপ্যাশন’ উদ্🍃যোগের একটি অংশ হিসাবেই ক্যানসার আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ানোর এই উদ্য়োগ বলে এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। রাজ্যপালের উদ্যোগে প্রথম পর্যায়ে ১০০ জন দরিদ্র ও প্রান্তিক ক্যানসার আক্রান্ত মহিলাকে আর্থিক সাহায্য করা হবে। আর তাই রাজভবনের পক্ষ থেকে ইমেল আইডি’র মাধ্যমে সহায়তার জন্য যোগাযোগ করা যাবে। দুটি ইমেল আইডি দেওয়া হয়েছে। এক, [email protected], দুই,🌸 [email protected] এই দুটি ইমেল আইডি ছাড়াও ডাক যোগে সাহায্য চাওয়া যাবে। সেই ব্যবস্থাও রেখেছে রাজভবন।
অন্যদিকে রাজভবনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, প্রথম ১০০ জন মহিলা ক্যানসার আক্রান্ত আবেদনকারীকে আর্থিকভাবে সাহায্য করা হবে। এখন প্রশ্ন উঠছে, কেন হঠাৎ এমন সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল? সূত্রের খবর, এখানে দুটি বিষয় উঠে আসছে। এক, যেহেতু কেন্দ্রীয় সরকারের আয়ুষ্মান ভারত বাংলায় সফল হয়নি তাই ঘুরিয়ে বিকল্প পথ বাংলার মানুষকে দেখানো হচ্ছে। কারণ এখানে স্বাস্থ্যসাথী প্রকল্প জনপ্রিয় হয়েছে। মানুষ তাতে পরিষেবা পেয়েছে। সেটাকেই 🦹কমব্যাট করতে রাꦚজ্যপাল আনন্দ বোসের নয়া উদ্যোগ। দুই, শ্লীলতাহানির অভিযোগের পর নিজের ভাবমূর্তি বাংলার মানুষের সামনে তুলে ধরতে মহিলা ক্যানসার আক্রান্তদের আর্থিক সাহায্য দিতে চাইছেন।
আরও পড়ুন: আবার তারকা হয়ে ভেসে উঠলেন কুণাল ঘোষ, ভোট স🦩প্তমীতে স্বমেজাজে🧸 দেখা যাবে
এছাড়া শ্লীলতাহানির অভিযোগ ওঠায় রাজ্যপালকে কড়া ভাষায় বিঁধেছেন মুখ্যমন্ত﷽্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা–সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতা–নেত্রীরা। আর তাতেই বিপাকে পড়ে গিয়েছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হুঙ্কার ছেড়েও লাভ হয়নি। পুলিশ একটি অনুসন্ধান টিম গঠন করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করেছে। তাতে আরও স্নায়ুর চা𝓰প বেড়েছে। যে সিসিটিভি ফুটেজ রাজ্যপাল দেখিয়েছেন তাতে বিতর্ক থামেনি। বরং বেড়েছে। এই পরিস্থিতিতে ১০০ জন মহিলা ক্যানসার আক্রান্তদের আর্থিক সাহায্য তাৎপর্যপূর্ণ।