রাস্তার প꧑া🉐শে কালো কালো ছাতা। কোথাও আবার প্লাস্টিক ঝুলছে মাথার ওপর। তার খানিকটা ছেঁড়া। তার নীচেই চলছে হকারি। এবার সেই ছবি বদলাতে চাইছে কলকাতা পুরসভা। এবার থেকে হকারদের লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে ফ্য়ান্সি ছাতা ব্যবহার করতে হবে। কারণ শহরের সৌন্দর্যায়নের ক্ষেত্রে বড় অন্তরায় এই যেখানে সেখানে কালো ছাতা।
কলকাতা পুরসভার মেয়র জানিয়েছেন, সংখ্য়াগরিষ্ঠ হকারই কালো ছাতা ব্যবহার করেন। তাতে শহরের সৌন্দর্যহানির পাশাপাশি প্লাস্টিকে আগুন লেগে দুর্ঘটনার আশঙ্কা থাকে। কিন্তু ফ্যান্সি ছাতা নিয়ে বসলে শহরের সৌন্দর্যহানি হয় না।ফলে 🐼লাইসেন্স পেতে গেলে ফ্যান্সি ছাতা নিয়ে বসতে হবে, এটা অন্🍃যতম শর্ত।
এর সঙ্গেই তিনি জানিয়ে দিয়েছেন, শহরের হকিং জোনে যেমন তেমন ভাবে কালো প্লাস্টিক নিয়ে নোংরা করে হকারি করা চলবে না। নিজের স্টলকে সুন্দর করে সাজাতে হবে। ফুটপাতের এক তৃতীয়াংশ জুড়ে বসা চলবে না। রাস্তার উপর বসে কোনওভাবেই হকারি করা চলবে না। জানিয়েছেন পুর ও নগর🌃 উন্নয়ন♌মন্ত্রী ফিরহাদ হাকিম।
মেয়র জানিয়েছেন, সব দিক দেখেই মুখ্য়মন্ত্রীর কথা মতো রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু করা হবে। এব্যাাপারে দরকার হলে রাজ্য সরকার কড়া পদক্ষেপ নেবে। কারণ হকারদের এটা মনে রাখতে হবে, তাঁদের হকা♕রির অধিকার যেমন রয়েছে, তেমনই শহরকে পরিষ্কার রাখা, ꦫপথচারীদের যাতায়াতের সুবিধা করে দেওয়ার দায়িত্বও তাঁদেরই। জানিয়েছেন মেয়র।