প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সময়ꦆসূচিতে পরিবর্তন আনল রাজ্য সরকার। এতদিন সপ্তাহে চার দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি খোলা থাকত। তবে এবার সপ্তাহে দুপুর ২ টো থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত সেখানে পরিষেবা পাওয়া যাবে। অর্থাৎ এবার সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে। মূলত অনেক শ্রমিক বা মানুষ রয়েছেন দিনমজুরের ভিত্তিতে কাজ করেন। তাঁদের কথা মাথায় রেখেই সরকারের এই উদ্যোগ।
আরও পড়ুন: পুরসভার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ম𝓰িলছে না সাধারণ রোগের ওষুধ, অভিযোগ বিরোধীদের
রাজ্যের স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো থেকে সন্ধ্যা ৭ টা পর✱্যন্ত সপ্তাহে দুদিন পরিষেবা পাওয়া যাবে এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। মঙ্গলবার এবং শুক্রবার এই দুদিন সন্ধ্যা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র খোলা থাকবে বলে স্বাস্থ্য দফতরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগম এই বিজ্ঞপ্তি জারি করেছেন। জেলা শাসক এবং কলকাতার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে এ🐼ই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে প্রতিটি আর্বান কমিউনিটি হেলথ সেন্টার, প্রাইমারি হেলথ সেন্টার, আর্বান হেলথ সেন্টারের ক্ষেত্রে এই নির্দেশিকা কার্যকর হবে।
প্রসঙ্গত, সোম, বুধ, বৃহস্পতি ও শনি এই ৪ দিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরিষেবা দেওয়া হয়। তবে এই বিজ্ঞপ্তি জারি হওয়ার ফলে চিকিৎসক, নার্স এবং স্বাস্𝓡থ্যকর্মীদের ডিউটির রোস্টার নতুন করে তৈরি করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সাধারণত দিন মজুররা সারাদিন কাজ করার ফলে তারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার সময় পান না। সেক্ষেত্রে কাজের ফাঁকে স্বাস্থ্যকেন্দ্রে গেলে তাঁদের মজুরি কাটা হয়। ফলে বাধ্য হয়েই তাঁদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। ফলে বেসরকারি চিকিৎসার জন্য খরচ অনেক বেশি পরে। তাই তাঁরা যাতে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা করাতে পারেন তার জন্য স্বাস্থ্য দফতরের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া টাকার অভাবে বহু শ্রমিক চিকিৎসা করাতে না পারায়। এরফলে তাঁদের শরীরে রোগ বাসা বাঁধে। এ বিষয়ে চিকিৎসকদের একাংশের বক্তব্য, সমাজের প্রান্তিক স্তরে উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য সব রকমভাবে চেষ্টা করছে সরকার। অবস্থায় এই নতুন সময়সূচী চালু হতে চলেছে। এর ফলে মানুষ প্রয়োজনীয় চিকিৎসা পাবে।