আপাতত তিনি তাঁরও বিধানসভা কেন্দ্রে দোলযাত্রা ও হোলি উৎসব নিয়ে ব্যস্ত রয়েছেন। সেসব মিটে গেলে যথা সময়েই দলের তরফে পাঠানো 'শো কজ'-এর জবাব দেবেন তিনি। শুক্রবার 𓆉(১৪ মার্চ, ২০২৫) একটি সংবাদমাধ্যমে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির এমনটাই জানিয়েছেন বলে দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রতিবেদন অনুসারে, এই ঘটনায় হুমায়ুন কবিরকে ওই শো কজের জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও দেওয়া হয়েছে। সেকথা স্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম প্রবীণ নেতা তথা দলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান এবং রাজ্যের পরিষদীয় ম🅠ন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।
ঘটনা হল - গত কয়েক দিন ধ🌼রেই হুমায়ুন কবির বনাম রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মধ্যে বাকযুদ্ধ চলছে। নানা মহলের অভিযোগ, এক্ষেত্রে দুই তরফেই এমন কিছু মন্তব্য করা হয়েছে, যা শালীনতার মাত্রা যেমন ছাড়িয়ে গিয়েছে, তেমনই তা সৌভ্রাতৃত্ববোধেরও চূড়ান্ত বিরোধী।
এই প্রেক্ষাপটে হুমায়ুনকে এই ধরনের মন্তব্য করার জন্য স্বয়ং মমতা বন্দ্যোপাধ▨্য়ায়ের নির্দেশে দলীয় নেতৃত্বের তরফ থেকে শো কজ করা হয় বলে দাবি সূত্রের। সেই চিঠিতে জানিয়ে দেওয়া হয়, চিঠি পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে হুমায়ুনকে তার জবাব দিতে হবে। নচেৎ দল পরবর্তী পদক্ষেপ করতে বাধ্য হবে।
এই শো কজ পাঠানো হয়েছিল বৃহস্পতিবার (১৩ মার্চ, ২০২৫)। অর্থাৎ - শুক্রবারের মধ্যেই সেই শജো কজের জবাব পাঠানোর কথা। কিন্তু, হুমায়ুন সেই কাজ করেননি। এই প্রেক্ষাপটে শুক্রবার সন্ধ্যায় শোভনদেব নিজে হুমায়ুনকে ফোন করেন বলে শোনা🐟 যাচ্ছে।
সেই ফোনালাপেই নাকি দলে🍃র কাছ থেকে সোমবার পর্যন্ত সময় চেয়ে নেন হুমায়ুন। তিনি জানান, তাঁর এলাকায় এখন দোল, হোলির উৎসব চলছে। ফলে তিনি ব্যস্ত রয়েছেন। সেই ব্যস্ততা মিটে গেলে আগামী সোমবার বিধানসভায় গিয়েই শোভনদেবকে এই শো কজের জবাব দেবেন।
প্রসঙ্গত, ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে তৃণমূলের অস্বস্তি নতুন কিছু নয়। মাঝেমধ্যেই নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। যা পরে সামাল দিতে হয় দলকে। ফলত, হুমায়ুনকে এর আগেও শো কজ করা হয়েছে। এর আগেও তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। কিন্তু, তারপর নতুন করে ফে💝র কোনও বিতর্কিত মন্তব্য করে দলকে 🍬বিড়ম্বনায় ফেলেছেন। এবারের ঘটনাও তার ব্যতিক্রম নয়। এখন তিনি এবারের শো কজের কী জবাব দেন, সেটাই দেখার।