রাষ্ট্রপতি নির্বাচনে চাইলে বিজেপি꧙র অনেক ভোট নিতে পারতাম। বৃহস্পতিবার ধর্মতলায় শহিদ দিবসের মঞ্চ থেকে এই ভাষাতেই বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, বিজেপির নেতৃত্বাধীন এনডিএর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রার্থী হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত যশবন্ত সিনহা। যশবন্তকে কংগ্রেস-সহ ১৭টি বিরোধী দলও সমর্থন কর🌳েছে।
এদিꦕন যখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় বক্তব্য রাখছিলেন, তখন রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গণꦕনার🧜 কাজ চলছিল। এদিন তৃণমূল নেত্রী রাষ্ট্রপতি ভোটের প্রসঙ্গ উত্থাপন করে জানান, ‘আমি চাইলে রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির অনেক ভোট নিতে পারতাম। কিন্তু আমি করিনি।’ এরপর তিনি জানান, ‘আমাদের এখানে আসানসোলের নরেশ আছে, ও লক্ষাধিক ভোটে জিতিয়েছিল। তাই একে লক্ষ নরেশ বলি আমি। ওকে ফোন করে বলছে, গদ্দাররা ভোট দাও। কিন্তু না হলে ইডিকে পাঠিয়ে দেব। এভাবে কী ভয় দেখিয়ে হয় নাকি।’