চলতি সপ্তাহে রাজ্যে দাবদাহ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা নেই। সপ্তাহের প্রথম কাজের দিন এই দুঃসংবাদ শোনাল আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাসে জানানো হয়েছে ১০ মে শনিবার পর্যন্ত রাজ্যে চলবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি। আপাতত রাজ্যে বর্ষার আগমনের সম্ভাবনা নেই।এদিন হাওয়া অফিসের সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে, এই মুহূর্তে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে আর্দ্রতার জন্য অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে রাজ্যের প্রায় সব জেলায়। পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুল্যার মতো জেলায় তাপপ্রবাহ চলবে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে আন্দামানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তবে রাজ্যে বর্ষা ঢোকার জন্য যেরকম ঘূর্ণাবর্তের প্রয়োজন হয় তা এখনো তৈরি হয়নি। এমনকী কেরলেও বর্ষা ঢোকেনি।পূর্বাভাসে জানানো হয়েছে, বুধ ও বৃহস্পতিবার স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরির কারণে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সেজন্য তাপমাত্রার কোনও তারতম্য হবে না।গত কয়েকদিন ধরে প্রবল দাবদাহে গোটা রাজ্যের মানুষের প্রাণ ওষ্ঠাগত। বিশেষ করে দুপুর ও বিকেলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে। তার ওপরে আবহাওয়া দফতরের পূর্বাভাসে স্পষ্ট, আপাতত গরম ও ঘামের হাত থেকে মুক্তি নেই।