একুশের বিধানসভা নির্বাচন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোটযুদ্ধ ছিল। যেখানে লাগাতার চেষ্টা করার পরও মোদী–শাহের অশ্বমেধের ঘোড়া রুখে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তার মধ্যে নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই হয়েছিল। ফলাফল নিয়ে বিতর্ক আছে। তবে নন্দীগ্রাম বিধানসভা আসনে পুলিশের ব্যবস্থা রাখার দায়িত্বে ছিলেন আইপিএস অফিসার নগেন্দ্র ত্রিপাঠি। যাঁ𝄹র বক্তব্য আজও রাজ্য–রাজনীতিতে স্মরণীয় হয়ে রয়েছে। নন🐠্দীগ্রামের বয়ালের একটি বুথের সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন, ‘ম্যাডাম খাকি পরে দাগ নেব না।’ এবার দাগ ছাড়া নগেন্দ্রকে ডেকে নিল নয়াদিল্লি।
তবে এই ডাক শাস্তির জন্য নয়। এই ডাক 😼এসেছে পুরষ্কৃত করার জন্য। এই নন্দীগ্রাম বিধানসভা কেনﷺ্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় জয়ী ঘোষণার পর লোডশেডিং হয়ে যায়। তার পর আবার ঘোষণা করা হয় জয়ী শুভেন্দু অধিকারী। এই ঘটনা নিয়ে মামলাও হয়েছে। যা এখন বিচারাধীন। এই আবহে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার একটি চিঠি পাঠান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে। সেই চিঠিতে নগেন্দ্র ত্রিপাঠিকে সিআইএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল করা হবে বলে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ‘আমাদের যাত্রা একসঙ্গে’, নরেন্দ্র মোদীকে বই উপহার দিলেন ট্রাম্প, কোন কথা লেখা আছে?
এটা একপ্রকার নগেন্দ্র ত্রিপাঠির কাছে পুরষ্কারই বটে। তবে এই পুরষ্কার নিয়ে কোনও বিতর্ক নেই। কারণ নগেন্দ্র ত্রিপাঠি ছাড়াও আরও দু’জন আইপিএস অফিসারকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। ওই দু’জন হলেন, অবধেশ পাঠক এবং আন্নাপ্পাই। এই দু’জনকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে ডিআইজি পদে পাঠানোর প্রস্তাব উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে নবান্ন তাঁদের ছাড়ছে ক𝔉িনা সেটা এখনও নিশ্চিত নয়। নগেন্দ্র ত্রিপাঠি নন্দীগ্রামের বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কথা বলার পরই জনপ্রিয় হন।
যদিও নন্দীগ্রামেই পায়ে চোট নিয়ে প্রচার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাজুড়ে প্রচার করেছিলেন ওই প্লাস্টার পা নিয়েই। আর তার ফলাফল গোটা দেশ দেখেছিল। ওই নির্বাচনের পর বীরভূম জেলার পুলিশ সুপার করা হয়েছিল নগেন্দ্র ত্রিপাঠিকে। সেখানে সাফল্যের সঙ্গে কাজ করেন তিনি। বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডল পছন্দ করতেন নগেন্দ্র ত্রিপাঠিকে বলে শোনা যায়। আর অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরই নগেন্দ্র ত্রিপাঠিকে বীরভূম ꦐথেকে বদলি করে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ডাইরেক্টরেটের ওএসডি পদে। এবার দু’বছর পর দুঁদে এই পুলিশ কর্তাকে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জন্য চাওয়া হল।