কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পর পুজোয় কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জꦍেপি নড্ডা। তাঁর আসার আগে শোভাবাজার রাজবাড়ির সামনে থেকে তাঁর নামে শারদীয়ার শুভেচ্ছা জানানো হোর্ডিং সরিয়ে ফেলার অভিযোগ উঠছিল। এনিয়ে শাসকদলকে তীব্র আক্রমণ করেছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। আর কলকাতায় পুজো পরিদর্শনে এসে শাসক দলকে তীব্র আক্রমণ করলেন দলের সর্বভারতীয় সভাপতি। 🌟নাম না করে তিনি, তৃণমূলকে ‘অসুরশক্তি’ বলে কটাক্ষ করলেন।
আরও পড়ুন:দেশ শক্তিশালী হচ্ছে আর আপনি দুর🦂্বল হচ্ছেন, রাহুলকে খোঁচা জেপি নাড্ড𒀰ার
শনিবার কলকাতায় আসেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তাঁকে কলকাতা বিমানবন্দরের স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং অন্যান্য নেতৃত্ব। কলকাতায় আসার পরেই তিনি হাওড়ার বেলিলিয়াস রোডে জুগনু অ্যাসোসিয়েশনের পুজো মণ্ডপ ঘুরে দেখেন।সেখানে বক্তব্য রাখতে গিয়ে নড্ডা জানান, পশ্চিমবঙ্গের মানুষের দৃষ্টিভঙ্গি বিশ্বের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে।🐎 বাংলায় অশুভ শক্তির বিনাশ হলে সমাজ আরো এগিয়ে যাবে। এরপরে চলে যান শোভাবাজারের রাজবাড়িতে। বিজেপির সর্বভারতীয় সভাপতির সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং দলের নেতা রাহুল সিনহা দেখা যায়। সেখানে কিছুটা সময় কাটিয়ে তিনি নিউমার্কেটে সর্বজনীন পুজোতে যান।
সন্তোষ মিত্র স্কোয়ারেও দুর্গাপুজো দেখতে যান। সেখানে⛄ এবারে পুজোর থিম হল অযোধ্যার রাম মন্দির। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই পুজোর উদ্বোধন করে গিয়েছিলেন।পরে বক্তব্য রাখতে গিয়ে নড্ডা বলেন, ‘পরিবারতন্ত্র, দুর্নীতি এবং অনুপ্রবেশের মতো অসুরশক্তির বিরুদ্ধে লড়াইয়ে দেবী যেন আমাদের শক্তি দেন। প্রার্থনা করি, যাদের মতিভ্রম হয়েছে তাদের সুবুদ্ধি ফিরুক। বা𒀰ংলায় শুভশুক্তির হাতে ক্ষমতা আসুক।’