প্রখ্য়াত সংগীতশিল্পী কেকে-র মৃত্যুর ময়নাত🐭দন্তের রিপোর্টে প্রাথমিকভাবে কোনও অস্বাভাবিককত্ব পাওয়া যায়নি। তবে একাধিক ঘটনাক্রমে এটা পরিষ্কার যে গত কয়েকদিন ধরেই তিনি কিছুটা অসুস্থ ছিলেন। এদিকে হোটেলের সিসি ক্য꧃ামরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে গাড়িতে ওঠার পরে শীত করছিল শিল্পীর। এরপর হোটেলের লিফটে ওঠার আগে কয়েকজন অনুরাগী ত🌠াঁর সঙ্গে সেলফিও তোলেন। এরপর হোটেলের লিফটে ওঠার সময় তিনি আচমকাই হাতল ধরে ঝুঁকে পড়েন। মাথা ক্রমেই ঝুঁকে পড়ছিল। তার মানে কি তিনি সেই সময় মারাত্মক অসুস্থতা বোধ করছিলেন? এরপর তিনি কোনওরকমে হোটেলের রুমে ঢোকেন। কিন্তু সেখানে দরজা খোলার পরে সোফাতে বসতে গিয়েই কার্যত লুটিয়ে পড়েছিলেন বলে সূত্রের খবর। সেখানে একটি টেবিল ছিল। সম্ভবত সেই টেবিলের কোণা তাঁর মাথায় লাগে। তাতেই সম্ভবত আঘাত লাগে তাঁর কপালে।
এদিকে সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। সেখানে দেখা যায় হোটেলের করিডর ধরে হেঁটে যাচ্ছেন কেকে। সূত্রের খবর এরপরই হোটেলের রুমে কেকে লুটিয়ে পড়তেই তাঁর দীর্ঘদিনের ম্যানেজার ছোটাছুটি শুরু করে দেন। তিনি এরপর হোটেলের কর্মীদের ডাকার চেষ্টা করেন। ফোনে তিনি খবর দেওয়ার চেষ্টা করেন। হোটেল থেকে অ্যাম্বুল্যান্সে নয়, অন্য সাধারণ গাড়িতেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেই গাড়িতে শিল্পীর ম্য়ানেজারও ছিলেন। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কিছুক্ষণ পরীক্ষার পরে জানিয়🅷ে দেন, আর নেই শিল্পী।
এদিক🐼ে সূত্রের খবর সঙ্গীত শিল্পীর স্ত্রী জ্যোতি কৃষ্ণা পুলিশকে জানিয়েছেন, হজমের সমস্যা ছিল এটা ভেবে প্রচুর অ্যান্টাসিড খেতেন কেকে। ৩০ এপ্রিল কলকাতায় এসে স্ত্রীকে ফোনে বলেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚছিলেন, হাত, কাঁধে ব্যথা হচ্ছে।