কলকাতা পুরভোটে ঝড় তুলে জয় নিশ্চিত করেছে তৃণমূল কংগ্রেস। ১৩০টিরও বেশি আসন জয় নিশ্চিত হতেই এই জয় নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ফলাফল প্রকাশ হতেই টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কলকাতা পুরসভা নির্বাচনে সকল প্রার্থীদের তাদের জয়ের জন্য আন্তরিক অভিনন্দন। পরম অধ্যবসায় এবং কৃতজ্ঞতার সাথে মানুষের সেবা করতে হবে, এই কথা মনে রাখবেন! আমি আবারও আমাদের উপর তাদের বিশ্বাস রাখার জন্য কলকাতা পুরসভার প্রতিটি বাসিন্দাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।'এদিকে কলকাতার পুরভোটে জয় ‘উদযাপন’ করার সময় নেই মমতার কাছে। আজই তিনি কামাখ্যা যাচ্ছেন। এর আগে সাংবাদিকদেরও মুখোমুখি হন তৃণমূল সুপ্রিমো। জাতীয় রাজনীতিতে এই জয়ের প্রভাব পড়বে বলে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বিজেপি, সিপিআইএম-সহ বিরোধীদের ‘ভোকাট্টা’ করে মমতার নজর এখন দিল্লির দিকে। মমতা বলেন, ‘যেভাবে মানুষ আমাদের সমর্থন করেছেন, তাতে সকল মা-মাটি-মানুষ, ভাইবোনকে প্রণাম, অভিনন্দন জানাই। এটা গণতন্ত্রের জয়। গণ উত্সবে গণতন্ত্রের জয়। উত্সবের মতো ভোট হয়েছে।’মমতা বলেন, ‘মানুষের জন্য আরও বেশি কাজ করবে তৃণমূল। মানুষ যত আমাদের সমর্থন করবেন, তত নতমস্তকে আমরা মানুষের জন্য কাজ করব। কলকাতা আমাদের গর্ব, বাংলা আমাদের গর্ব। কলকাতা এবং বাংলা পুরো দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।’