২১শে জুলাই। তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনটা। এই দিনে ধর্মতলা চত্বরে নতুন করে শপথ নেয় তৃণমূল। মঞ্চ থেকে বক্ত🦩ব্য প্রতিবারই থাকে নানা ধরনের চমক। প্রতিবারই গোটা বাংলা এই চমক দেখার জন্য় অপেক্ষ👍া করেন।
এদিকে বিরোধীরা বার বারই এই দিনটাকে ডিম্ভাত আর পাগলু ডান্স দিবস বলে কটাক্ষ করেন⛎।
এবার কেমন করা হচ্ছে ২১শে জুলাইয়ের মঞ্চ?
এবার মূল মঞ্চের আয়তন করা হচ্ছে ৫২-২৪ ফুট। এখানেই দলের শীর্ষ নেতৃত্ব থাকবেন। নব ꦦনির্বাচিত সাংসদ বিধায়ক, গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রীরা থাকবেন এই মঞ্চে। অপর একটি মঞ্চও তৈরি করা হচ্ছে। সেটির আয়তন ৪৮-২৪ ফুট। সেই মঞ্চে বসবেন বিভিন্ন পুরসভার কাউন্সিলররা। এখানেই শেষ নয়। অপর একটি মঞ্চও করা হচ্ছে। সেই মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। সেই মঞ্চের আয়তন হবে ৪০-২৪ ফুট। এখানে ২১শে জুলাইয়ে যাঁরা শহিদ হয়েছিলেন তাঁদের পরিবারের সদস্য়রা থাকবেন। তবে এই মঞ্চের সঙ্গে এবারও যুক্ত থাকবে বিশেষ Ramp।এদিকে এবার ২১শে জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তৃণমূলের কাছে। এবার লোকসভা ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। বিধানসভা উপনির্বাচনেও একের পর এক আসনে জয় পেয়েছে তৃণমূল। বিজেপি কার্যত দাঁড়ানোর জায়গা পায়নি। কিন্তু তার মধ্যে তৃণমূলের ভোট কমেছে শহরাঞ্চলে। এনিয়ে উদ্বেগে দলীয় নেতৃত্ব। সেক্ষেত্রে ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে নেত্রী ঠিক কী বার্তা দেন সে💛দিকে তাকিয়ে রয়েছেন অনেকেই।
শুক্রবার থেকে জেলা থেকে কর্মীরা আসতে শুরু করবেন কলকাতায়। তাঁদের থাকার🌠 জন্য নেতাজি ইন্ডোর, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, উত্তীর্ণ, গীতাঞ্জলি স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম, ইকো পার্ক, সেন্ট্রাল পার্কে থাকার মতো ব্যবস্থা করা হয়েছে। বিপুল সংখ্য়ক তৃণমূল কর্মী প্রতিবছর কলকাতায় আসেন শহিদ স্মরণে। তাঁদের থাকা খাও꧙য়ার উপযুক্ত ব্যবস্থা করা হয়। কলকাতার নেতা নেত্রীরা এসে গোটা বিষয়টি তদারকি করেন।
এদিকে প্রতিবারই দেখা যায় ২১শে জুলাই উপলক্ষ্যে কলকাতায় এসে চিড়িয়াখানায়, ভিক্টোরিয়ায় ঘুরতে চলে যান অনেকেই। এমনকী ২১শে জুলাইয়ের মঞ্চে অতীতে পাগলু ডান্সও হয়েছে। তবে এবার আর তেমনটি হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ রাজনৈতিক মহলের মতে, নানা ক্ষেত্রে আরও কড়া হয়ে উঠেছেন তৃণমূল নেত্রী। যে🎉ভাবে নবান্ন থেকে তিনি তোপ দেগেছিলেন তার জেরে রীতিমতো আতঙ্কিত দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব। সেক্ষেত্রে এবার নেত্রী আগামী দিনের জন্য কী দিশা দেন তা নিয়ে আগ্রহ রয়েছে তৃণমূলের বিভিন্ন স্তরে।