এবার বাজেটে পাশ করা ওয়ার্ড পিছু উন্নয়ন প্রকল্পের জন্য আগামী অর্থবর্ষের খরচের পরিমাণ বেঁধে দিল কলকাতা পুরসভা। এমনকী পুরসভার কমিশনার বিনোদ কুমারের জারি করা সার্কুলার অনুযায়ী সবক্ষেত্রে ২০২২–২৩ বরাদ্দ অর্থ ব্যয়ের উপরে ‘এমবার্গো’ ঘোষণা করল পুর–প্রশাসন। কলকাতা পুরসভায় যে আর্থিক অনটন রয়েছে তা আগেই জানিয়েছিলেন মেয়র ফিরহাদ হাকিম।ঠিক কী বলা হয়েছে সার্কুলারে? কলকাতা পুরসভার জারি করা সার্কুলারে উল্লেখ করা হয়েছে, পুরসভার সম্পদের রক্ষণাবেক্ষণ এবং মেরামত থেকে শুরু করে নয়া প্রকল্পের মাধ্যমে স্থায়ী সম্পদ তৈরির জন্য কাউন্সিলরদের ওয়ার্ডপিছু অর্থ বরাদ্দ করা হবে। তবে যে অর্থ বাজেটে বরাদ্দ হয়েছে, তার মধ্যে ৬০ শতাংশ টাকার প্রাথমিক অনুমোদন কোষাগার থেকে দেওয়া হবে। আর বাকি ৪০ শতাংশ অর্থ কোষাগারেই থাকবে। ঠিক কী বলেছেন মেয়র? এই বিষযে মেয়র ফিরহাদ হাকিম বলেন, ‘কারও টাকা আটকানো হচ্ছে না। প্রথম দফায় প্রকল্প বাবদ ৬০ শতাংশ খরচ করে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে বলা হচ্ছে। আর তা দিলেই পরের টাকার অনুমোদন দেওয়া হবে। অর্থের অপচয় বন্ধ করতে ধাপে ধাপে খরচ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’কলকাতা পুরসভা সূত্রে খবর, এই পরবর্তী ৪০ শতাংশ টাকা কোষাগারের অবস্থা দেখেই অনুমোদন দেওয়া হবে। তিন বছর আগেও বাজেট বরাদ্দের ১০০ শতাংশ টাকা খরচ করার ছাড়পত্র দেওয়া হতো। এবার তাতে দু’ভাগে ভাগ করা হল। মাঝপথে যাতে কাজ বন্ধ না হয় সেদিকে লক্ষ্য রেখেই এই পদক্ষেপ করা হয়েছে। এবার নতুন অর্থবছরে অর্থসংকট সামাল দিতে ‘এমবার্গো’ জারি করলেন পুরসভার কমিশনার বলে মনে করা হচ্ছে।