এবার ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হল এক পুলিশ কর্মীর। মৃত উৎপল নস্কর ছিলেন কলকাতা পুলিশের এএꦺসআই। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। আজ, শনিবার ভোর ৫টা নাগাদ তাঁর মৃত্যু হয়। পুলিশবাহিনীর আরও কয়েকজন কর্মী ডেঙ্গিতে আক্রান্ত বলে খবর। রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে পড়ছে।আর তার জেরেইপ্রাণ হারালেন কলকাতা পুলিশের এই এএসআই। মৃত ওই পুলিশকর্মী উৎপল নস্করের বয়স ৫৪।
ঠিক কী পরিস্থিতি ডেঙ্গির? গতকাল শুক্রবারডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরীণ রিপোর্ট প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে, রাজ্যে গত এক সপ্তাহে নতুন করে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন ৫৯৩৬ জন। গত ২৬ অক্টোবর পর্যন্ত বাংলায় মোট আক্রান্তের সংখ্যা ৪২ হাজার ৬৬৬। আগামী দু’মাসে সেই সংখ্যাটা আরও কয়ে𝄹ক গুণ বাড়বে বলেই আশঙ্কা করছেন স্বাস্থ্য আধিকারিকরা🌳। তবে কলকাতার এক পুলিশকর্মীর ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা সামনে আসায় জোর চর্চা শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? এবার পরিস্থিতি সম্পর্কেবৈঠকে সকলকে সতর্ক করেছেন রাজ্যেরস্বাস🌳্থ্য দফতরের সচিব নারায়ণস্বরূপ নিগম। প্রত্যেকটি জেলায় মশা নিয়ন্ত্রণের কাজ ভালভাবে করতে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলাগুলিতে সতর্ক নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।স্বাস্থ্য দ💫ফতর সূত্রে খবর, ডেঙ্গি পরিস্থিতি সবচেয়ে খারাপ জায়গায় রয়েছে,উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দার্জিলিং জেলায়। এই জেলাগুলি🉐নিয়েউদ্বেগ বাড়ছে।