ইএম বাইপাস এবং সংলগ্ন এলাকায় সম্প্রতি একের পর এক ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটেছে। অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে মদ্যপান করে গাড়ি বা বাইক চালানোর ফলে এই♚ সমস্ত দুর্ঘটনা ঘটেছে। তারপর সামনেই বড়দিনের উৎসব। এই পরিস্থিতিতে মদ্যপান করে গাড়ি চালানো বন্ধ করতে তৎপর হয়েছে পুলিশ। ওই একালাগুলিতে নাকা চেকিং বাড়ানোর পরিকল্পনা করেছে পুলিশ।
বড়দিনের উৎসবের মুখে মদ্যপান করে গাড়ি চালানোর সংখ♍্যা বাড়ার আশঙ্কা করছে🔯 পুলিশ। লালবাজারের কর্তাদের দাবি, বড়দিনের আগে রাতে জোরদার নাকা চেকিং করা হচ্ছে। প্রতিটি ট্রাফিক গার্ড দুটি করে নাকা পয়েন্ট করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানিয়েছেন।এদিকে, কসবা, যাদবপুর এবং পূর্ব যাদবপুর, পার্ক স্ট্রিট, পার্ক সার্কাস এলাকাতেও মদ্যপান করে গাড়ি চালানোর সংখ্যাটা কম নয়। গত বৃহস্পতিবার রাত ১১ টার পরে মদ্যপান করে গাড়ি চালানোর ঘটনায় ৩২ টি মামলা রুজু করেছে পুলিশ। শুধুমাত্র বাইপাস এলাকা থেকে ১৭ টি মামলা রুজু করা হয়েছে। এছাড়া, যাদবপ🍒ুর, পূর্ব যাদবপুর এবং কসবা ট্রাফিক গার্ডে ৬ জনের বিরুদ্ধে ১১ টি মামলা দায়ের করা হয়েছে।
কলকাতা পুলিশ জানিয়েছে, যে অনেকে নিউটাউন এবং সল্টলেকের পাবগুলির দিಞকেও যাচ্ছেন। সেখানে তারা মদ্যপান করে রাতের দিকে ফিরছেন। তিলজলা গার্ডের একজন সার্জেন্ট বলেছেন, ‘বাইপাসে মত্ত অবস্থায় ধরা পড়াদের মধ্যে বেশ কয়েকজন আমাদের জানিয়েছেন যে তারা নিউ টাউন থেকে ফিরছিলেন।’ পুলিশ সূত্রের খবর, মদ্যপান করে গাড়ি চালানো রোধ করতে কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশ বেশকিছু পরিকল্পনা করেছে। বিধাননগর পুলিশও মদ্যপান করে গাড়ি চালানোর বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ি করেছে। ট্রাফিকের ডিসি সুনীল যাদব বলেন, ডিসেম্বরে আমরা বিশেষভাবে সতর্ক রয়েছি। কারণ এই সময়েই শহরে দুর্ঘটনা বেড়ে যায়৷