কলকাতꦅার মির্জাগালিব স্ট্রিটে গভীর রাতে গুলি চালনার ঘটনায় মূল অভিযুক্ত ফহি🍌মুদ্দিনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। ঝাড়খণ্ডে বিশেষ অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার বিশেষ দল। তাকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে।
আরও পড়ুন - শিশুচুরির গুজবকে কেন্দ্র করে রণক্ষেত্র ব👍ারাসতের কাজিপাড়া, আক্🍷রান্ত পুলিশও
পড়তে থাকুন - রাজভবনের সামনে অভিষেকের ধরনার অনুমতি দিয়ে অন💛্যায় করেছে পুলিশ, আদালতে মানল রাজ🎃্য
জানা গিয়েছে, গত ১৪ জুন রাতে মির্জা গালিব স্ট্রিটে গুলি চালানোর পর ঝাড়খণ্ডে পাঠিয়েছিল ফহিমুদ্দিন। তার সন্ধানে বিশেষ দল গড়েন লালবাজারের কর্তারা। এর মধ্যে অভিযুক্তের মেয়ে বাবার বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ স্বীকার করে নেন।♈ ঘটনার ৫ দিনের মাথায় ঝাড়খণ্ডের গিরিডিতে অভিযান চালিয়ে ফহিমুদ্দিনকে গ্রেফতার করে লালবাজারের গুন্ডাদমন শাখার বিশেষ দল। আদালতে পেশের পর তাকে ট্রানজিট রিম্যান্ডে কলকাতা নিয়ে আসা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ফহিমুদ্দিন একজন দাগী দুষ্কৃতী। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এমনকী খাদিমকর্তা অপহরণকাণ্ডেও তার নাম জড়িয়েছিল। পুলিশ তাকে হেফাজতে নিয়ে গুলি চালানোর কারণ জানতে জেরা করবে বলে জানা গিয়েছে। সঙ্গেꦫ তার বিরুদ্ধে অস্ত্র আইনের ধারাও প্রয়োগ করা হয়েছে।
আরও পড়ুন - গায়ের জোরে দখল ক🍒রা জমিতে তৃণমূল পার্টি অফিস, ২০ দিনের মধ𒅌্যে ভাঙতে বলল হাইকোর্ট
গত ১৪ জুন গভীর রাতে ফ্রি স্কুল স্ট্রিট চত্বরে দুষ্কৃতীদের গ্যাং♏ওয়ারে এক যুবকের পায়ে গুলি লাগে। স্থানীয়রা জানিয়েছেন, বাইকে রেষারেষি নিয়ে ২ দল যুবকের মধ্যে বিবাদের জেরে শুক্রবার বিকেল থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল মির্জা গালিব স্ট্রিট এলাকা। দু’দলের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। রাত বাড়লে যে যার বাড়িতে চলে যান ওই যুবকরা। গভীর রাতে প্রায় ৮০ জন যুবক দল বেঁধে ফের ওই এলাকায় ফিরে আসেন। তখন কিডস স্ট্রিট ও মির্জা গালিব স্ট্রিটের সংযোগস্থলে ঘুমাচ্ছিলেন এখলাস বেগ (২৯) নামে ওই যুবক। তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ফহিমুদ্দিন। গুলি লাগে যুবকের পায়ে। এর পর এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পার্ক স্ট্রিট থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে ওই যুবককে কলকাতা মেডিক্যাল কলেদ পাঠায় তারা। চিকিৎসকরা জানান, যুবকের পায়ে গুলি লেগেছে।