প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি পছন্দ হল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার একডালিয়া এভারগ্রিন পুজোর উদ্বোধনে গিয়ে সুব্রত মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তির উন্মোচন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তি দেখে মমতা🐼 বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন তোলেন, ‘এটা কী হয়েছে? মুখের কোন মিল নেই। এটা কি তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে?’ মূর্তি পছন্দ না হওয়ায় কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে তা বদলের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘বꦿিজেপি টুক করে খসে পড়বে’ পুজোর উদ্বোধনী মঞ্চেই বার্তা মমতার
আবক্ষ মূর্তি নিয়ে মুখ্যমন্ত্রীর মতোই সুব্রত মুখোপাধ্যায়ের স্ত💝্রীও একমত। তিনিও মনে করেন সুব্রত মুখোপাধ্যায়ের মুখের সঙ্গে মূর্তির মুখের কোনও মিল নেই। মূর্তি দেখে কিছুটা বিরক্ত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যা♕য়। এদিন একডালিয়া এভারগ্রিন পুজোর উদ্বোধনে সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুর জন্য পরোক্ষে কেন্দ্রীয় এজেন্সিকে দায়ী করেন মমতা। তিনি বলেন, ‘নারদকাণ্ডে জেলে যাওয়ার পরে খুবই অসম্মানিত হয়েছিলেন সুব্রত দা। সেই কারণে তিনি ওষুধ খাওয়ার বদলে নিজেকে গুলি করে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। এমনকি সেই কথা তিনি ফিরহাদকেও বলেছিলেন।’
এর পাশাপাশি বিভিন্ন প্রকল্প নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘কেন্দ্র সরকার আমাদের টাকা দিচ্ছে না। তা সত্ত্বেও আমরা একাধিক প্রকল্পে প্রথম রয়েছি। অথচ এইসব নিয়ে ওরা রাজনীতি করে বেড়াচ্ছে। নিজেরা কী করছ আগে সেটা দেখ।’ সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন বাংলার উন্নয়ন করতে চেয়েছিলেন বলেও জানান। তিনি বলেন, ‘রেলমন্ত্রী থ🧔াকার সময় আমি বাংলাকে সেরা করার স্বপ্ন দেখতাম। তাই তখন রেলের বিভিন্ন প্রকল্প বাংলায় করে দিয়েছিলাম। ২ লক্ষ কোটি টাকা দিয়েছিলাম।’ বাম জমানার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আগে বাংলায় উন্নয়ন ছিল না। এখন আমরা প্রত্যেকটি জায়গায় উন্নয়ন করেছি।’