তৃণমূল যখন বেবি তখনকার কথা বলছে। অভিষেক যখন জন্মায়নি তখনকার কথা বলে এজেন্সি চিঠি পাঠিয়েছিল। ফাটাফাটি। ওরা বলে বেড়াচ্ছে, সব তৃণমূল চোর হ্য়ায়। 𝓰ওরা কী! রেড রোডের ধর্নাস্থল থেকে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সঙ্গেই ক্য়াগ রিপোর্ট নিয়েওꦿ মুখ খুললেন মমতা।
তিনি ধর্নাস্থল থেকে জানালেন, ‘কোনওদিন এটা হয়নি। ২০০৩ সাল থেকে বলছে। আꦐরে ২০০৩ সালে আমি ছিলাম? ২০১১ সাল থেকে দায়িত্ব নেব। সব ইউটিলাইজেশন সার্টিফিকেট গেছে। টোটাল মিথ্য়া কথা। চিঠিটা পড়ে নেবেন। তাতে লেখা আছে প্রতিটা সার্টিফিকেট সময় মতো পাঠিয়েছি। ২ লাখ কোট🐷ি টাকা যেটা বলছে পুরো মিথ্যে কথা। ক্যাগের কাছে কোনও তথ্য়ই ছিল না যে কোনটা লিখতে হবে। কী না লিখব! এটা পুরো বিকৃত তথ্য়। এটা বিজেপি দল লিখেছে।’ এরপর তিনি ওই চিঠির কপি পড়ে শোনান। তিনি বলেন ক্রশ চেক করেই আমি লিখেছি।
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚতিনি চিঠিতে যে লেখা রয়েছে সেটা পড়ে শোনান। লেখা রয়েছে, আমরা পর্যালোচনা করে দেখেছি, এটা দেখা গিয়েছে সংশ্লিষ্ট দফতর নির্দিষ্ট সময়ে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রকের কাছে। একেবারে নির্দিষ্ট ফরম্যাটে এটা পাঠানো হয়েছে। স🥀েই সার্টিফিকেট দেখেই আপনারা অনুদান পাঠিয়েছেন। কোথাও কোনও বকেয়া ইউটাইলেজেশন সার্টিফিকেট নেই। এটা খুব দুঃখজনক যে ক্য়াগের মতো সংস্থা এমন কথা কী করে বলল!
কার্যত ক্য়াগ রিপোর্টকে একেবারে তুলোধোনা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ෴এদিকে বিজেপির তরফ থেকে বার বারই দাবি করা হচ্ছিল ক্যাগ রিপোর্টের মাধ্য়মে কার্যত রাজ্য সরকারের সীমাহীন দ🔜ুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। এনিয়ে টুইটও করেছিলেন বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য।
বিজেপির আইটি সেলের নেতা অমিত মালব্য় এর আগে তৃণমূলকে বিঁধে পোস্💙ট করেছিলেন। তিনি লিখেছিলেন চোর ধরো চোর। মমতা চোর। এরপরই তিনি ক্য়াগ র🙈িপোর্টের কিছু তথ্য় তুলে ধরেন। সেখানে তিনি উল্লেখ করেছিলেন কম্প্রোটার অ্য়ান্ড অডিটর জেনারেল বিরাট অর্থনৈতিক অনিয়মের সন্ধান পেয়েছে। বাংলায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ করে সরব হয়েছিলেন অমিত মালব্য। তিনি লিখেছিলেন টাকা কোথায় গেল?এমনকী এমার্জেন্সি ফান্ডের টাকার বিলও মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার জমা দেয়নি বলে অভিযোগ তুলেছেন অমিত মালব্য।
তবে এবার রেড রোডের ধর্না মঞ্চ থেকে ক্য়াগ নিয়ে বিজেপি সরকারকে বিঁধলেন মুখ্যমন্ত্রী। 🐼সেই সঙ্গেই তিনি এনিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রতিবাদ জানিয়ে চিঠিও দিয়েছেন বলে খবর।&nbs🦹p;