আনিস খানের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিকে সমর্থন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই ঘটনা নিয়ে মন্তব্য করতে গিয়ে বিস্ফোরক দাবি করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌ𝓀ম্য রায় ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকারের নির্দেশে হয়েছে এই খুন।
আনিস খানের মৃত্যু নিয়ে সাবধানী মন্তব্য করছেন বিজেপি নেতারা। সি💛বিআই তদন্তের দাবিকে সমর্থ♑ন করলেও এই নিয়ে সোচ্চার হতে নারাজ তাঁরা। এরই মধ্যে মঙ্গলবার বিস্ফোরক দাবি করলেন শুভেন্দুবাবু। তিনি বলেন, ‘আনিস খানকে খুন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। পুলিশ সুপার সৌম্য রায় ও অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকারের নির্দেশে পুলিশ ওকে খুন করেছে। ফোন করে খুনের নির্দেশ দেওয়া হয়েছে। এএসআই – কন্সটেবল কী করবে? এদের কেন সাসপেন্ড করা হচ্ছে?’
তিনি বলেন, ‘আনিস খান হত্যার তদন্তে সিট কিছু করতে পারবে না। সিবিআই চাই। আনিসের বাবা যদি সত্যিই আদালতে লড়াই করতে চান তাহলে শুভেন্দু অধিকারী তাঁর সাথে আছে। নীচুতলার পুলিশকর্মীদের বলি দℱিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর IPSদের বাঁচানোর চেষ্টা𓄧 করবেন।’
আনিস খানের হত্যার তদন্তে নেমে মঙ্গলবার ৩ জন পুলিশকর্মীকে সাসপেন্ড করেছেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপার। এদের মধ্যে রয়েছেন একজন এএসআই, একজন কন্সটেবল ও একজন হোম গার্ড। পুলিশ সূত্রে খবর, তদন্তে গಌাফিলতির অভিযোগে তাদের সাসপেন্ড করা ෴হয়েছে।