মহিলা সাংবাদিককে যৌন নিগ্রহে যুক্ত প্রমাণিত হলে কেন তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করছে না পুলিশ? মঙ্গলবার এই প্রশ্ন তুললেন 🧔রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, তন্ময়বাবুকে গ্রেফতার না করে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ব্যবহার করে আরজি কর, জয়নগরের কালি মোছার চেষ্টা করছে তৃণমূল।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ কমিশনারকে বলে দিয়েছেন, তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করবেন না। এগুলো যা করছে লোক দেখানো। আমি দাবি করছি, যদি অভিযোগের এতটুকু সত্যতা থাকে তাহলে তন্ময় ভট্টাচার্যকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে অভিযোগকারিনীর সামনে বসিয়ে জেরা করা হোক। আর যদি অভিযোগ মিথ্যা হয় তাহলে আইন যেন আইনের পথে চলে। আর সিপিএমের বড় নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই কেসটা নিরপেক্ষ সংস্🌱থার হাতে দিয়ে দিন। যদি না ছাড়তে চান তাহলে এই রাজ্যে অনেক নিরপেক্ষ মহিলা IPS আছেন তাদের কারও নেতৃত্বে একটা সিট গঠন করে তদন্ত করুন। তৃণমূল মিছিল করছে কেন? তন্ময়বাবু দোষী হলে পুলিশ তাঁকে গ্রেফতার করুক। পুলিশ তো তৃণমূলেরই হাতে। আরজি কর থেকে জয়নগরের ঘটনায় তৃণমূল মুখে যে ভাবে চুনকালি মেখেছে তা এভাবে ধোয়া যাবে না।’
বলে রাখি, রবিবার সোশ্যাল মিডিয়ায় তন্ময়বাবুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেন এক মহিলা সাংবাদিক। তাঁর দাবি, তন্ময়বাবুর বেলঘরিয়ার বাড়িতে সাক্ষাৎকার নিতে গিয়েছি෴লেন তিনি। ক্যামেরা সেট করার সময় তাঁর কোলের ওপর বসে পড়েন তন্ময় ভট্টাচার্য। এর আগেও তিনি অনুমতি ছাড়া স্পর্শ করার চেষ্টা করেছেন বলে দাবি করেন তরুণী।