শিয়ালদা মেইন এবং বনগাঁ শাখায় প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ ইন্টারলকিংয়ের কাজের পরিকল্পনা বেশ কিছুদিন ধরেই করছিল রেᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚল। তবে এতদিন ধরে ভোট চলার কারণে যাত্রী হয়রানির কথা ভেবে সেই পরিকল্পনা বাস্তবায়িত করা হয়নি। ভোট মিটতেই এবার সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বুধবার রেলের কর্তারা বৈঠক করেছেন। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কাজের জন্য মেগা🐽 পাওয়ার ব্লক করা হবে। সেই কারণে শিয়ালদা ডিভিশনের বেশ কিছু শাখায় বহু ট্রেন বাতিল থাকবে। চলতি সপ্তাহের শেষের দিকে এই কাজ শুরু হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।
আরও পড়ুন: শনিবার দিনভর লোকাল ট্রে🐎ন বাতিল ওই লাইনে, ১০ ঘণ্টা প💞াওয়ার ব্লক, পুরো তালিকা রইল
পূর্ব রেল সূত্রের খবর, ১২ কোচের ট্রেন চালানোর জন্য প্ল্যাটফর্ম সম্প্রসারণ করা হবে। এর পাশাপাশি রেল চলাচলকে আরও মসৃণ করতে ইন্টারলকিংয়ের কাজ করা হবে। তার জন্য শিয়ালদা মেইন এবং বনগাঁ শাখায় পাওয়ার ব্লক করা হবে। এই সমস্ত কারণে শিয়ালদা ডিভিশনে প্রচুর♚ সংখ্যক ট্রেন বাতিল করা হবে। এছাড়া বহু ট্রেন দমদম এবং বিধাননগর পর্যন্ত চলতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে। তাতে স্বাভাবিকভাবেই যাত্রীরা যে চরম দুর্ভোগে পড়বেন তা নিয়ে কোন সন্দেহ নেই। এর জন্য সড়ক পথে অতিরিক্ত যান চালানোর জন্য সরকারের কাছে রেলের পক্ষ থেকে আবেদন করা হবে। জানা গিয়েছে, আগামী শুক্রবার ৭ জুন থেকে রবিবার পর্যন্ত টানা তিন দিন ধরে কাজ চলবে।