খাস কলকাতায় এবার সোনার দোকানে ডাকাতির চেষ্টা করা হল। প্রকাশ্য দিবালোকে রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ পূর্ব যাদবপুর থানা এলাকার মুকুন্দপুর বাজারে এই ডাকাতির চেষ্টার ঘটনা ঘটে। আর তখন দোকানের মালিক বাধা দিতে গেলে তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ বসিয়ে দেয় দুষ্কৃতীরা। যদিও স্থানীয় বাসিন্দারা দুষ্কৃতীদের হ🌸াতেনাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দিয়েছে। ক্রেতা সেজে সোনার দোকানে ডাকাতির চেষ্টা চালায় দু’জন। তাদের ছুরির আঘাতে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি দোকানের মালিক।
এদিকে কয়েকদিন ধরে এই সোনার দোকান কখন ফাঁকা থাকে, কখন লোকজন থাকে সেটার একটা রেইকি করা হয়েছ🐷িল। তারপর আজ, রবিবার ছুটির দিনে ওই সোনার দোকার সামনে হাজির হয় দু’জন ডাকাত। তাদের দলবল পিছনে ছিল বলে স্থানীয় সূত্রে খবর। তবে তারা উত্তপ্ত পরিস্থিতি দেখে পালিয়ে যায়। যে দু’জন দোকানে ঢুকেছিলে সেই দু’জন ধরা পড়ে যায়। পূর্ব যাদবপুর থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজ মেলেনি। প্রথমে স্কুটারে করে দুই যুবক আসে। ক্রেতা সেজে সোনার দোকানে ঢোকে তারা। তারপরই লুঠপাটের চেষ্টা করে। দোকানের মালিক তখন বাধা দিতে গেলে তাঁর গলায় ধারাল অস্ত্রের কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করেন তিনি।
আরও পড়ুন: খাস কলকাতায় আক্রান্ত পুলিশ কর্তা, গোলমাল থামাতে গেলে বেধড়ক মারধর করার অভিযোগ
অন্যদিকে সেই চিৎকারে যে লোকজন জড়ো হয়ে যাবে তা বুঝতে পারেনি ডাকাত দলের দুই সদস্য। ওই দু’জনকে স্থানীয় বাসিন্দারা ধরে ফেলেন। তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দুই ডাকাতকে। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এই দু’জনের কেউই স্থানীয় নয়। দু’জনেই বাইরের। বেশ কয়েকদিন ধরে এদের এই এলাকায় দেখা যাচ্ছে। এবার সেটা ❀𝐆যে ডাকাতির চেষ্টা করার জন্য তা কেউ বুঝতে পারেননি। আসলে এই মাস শেষ হলেই ডিসেম্বর মাস। তখন নানা উৎসব–পার্বণ রয়েছে। বড়দিন থেকে নতুন ইংরেজি বছর আসবে। সেইসব ভালভাবে কাটাতেই এই ডাকাতির ছক বলে পুলিশ জানতে পেরেছে।