বিভিনꦆ্ন পদে চাকরির দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। যোগ্য প্রার্থীদের নিয়োগের দাবিতে বুধবার ৯ টি মঞ্চের মহাজোটের সদস্যরা নবান্ন অভিযান করেন। সেখানে পৌঁছনোর আগে তাঁদের অভিযান আটকে দেয় পুলিশ। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার দাবিতে রাস্তাতে বসে পড়েন প্রার্থীরা। অ🅘বশেষে আন্দোলনকারীদের কয়েকজনকে পুলিশ ভ্যানে করে তুলে নিয়ে গেল হাওড়ার শিবপুর থানা পুলিশ।
রাজ্যে সকল স্তরের যোগ্য চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবিতে বুধবার 🗹৯ টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের সদস্যরা এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা কর𝕴তে চান। এই দাবিতে এদিন এই মহাজোটের পক্ষ থেকে নবান্ন অভিযান করা হয়। কিন্তু, নবান্নে পৌঁছনোর আগে🐼ই কাজিপাড়ার মোড়ে তাঁদের আটকে দেয় হাওড়া সিটি পুলিশ। তখনই পুলিশের সঙ্গে বচসা বাঁধে চাকরি প্রার্থীদের। তারা পুলিশকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দেওয়া হোক। কিন্তু, তাঁদের আর্জিতে কর্ণপাত করেনি পুলিশ। অবশে💝ষে পুলিশ বাধা দিলে রাস্তাতেই নিজদের দাবিতে অনড় থেকেই বসে বিক্ষোভ করেন। তখনই পুলিশ তাঁদের আটক করে বলে অভিযোগ।
৯টি চাকরি প্রার্থী মঞ্চের মহাজোটের পক্ষ থেকে জানান হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জরুরিকালীন হস্তক্ষেপ করে সকল স্তরের যোগ্য কর্মপ্রার্থীদের সমস্যার সমাধান করতে হবে। পাশাপাশি অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। তাঁদের দাবি, মহাজোটের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ না করলে আগামী✤ দিনে তারা রাজ্যপালের দারস্থ হওয়ার পাশাপাশি তারা পুনরায় মহামিছিলের ডাক দেবেন। এছাড়াও আগামী দিনে মহাজোটে👍 আরও ৪-৫ টি মঞ্চ অংশগ্রহণ করবে বলে চাকরি প্রার্থীরা জানিয়েছেন।