আরজি কর মেডিক্যাল কলেজ থেকে বায়োমেডিক্যাল বর্জ্য পাচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য 🐷উঠে এস সুপ্রিম কোর্টের শুনানিতে। এদিন আদালতে এক আইনজীবী জানান, সিবিআই তদন্তে উঠে এসেছে, আরজি কর থেকে পাচার হওয়া বায়োমেডিক্যাল বর্জ্য গিয়েছে বাংলাদেশে। যদিও আপাতত বিষয়টি নিয়ে খোল এজলাসে আলোচন😼ার দরকার নেই বলে জানিয়ে দেনে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।
আরও পড়ুন - আরজি করের 'ছায়া' কলকাতা মেডিক্যালে, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে 🌃বিস💖্ফোরক অভিযোগ
পড়তে থাকুন - SC-তে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করেনি রাজ্য, সাগর দত্ত কাণ্ডে বಌিস্ফোরক ডাক্তাররা
সোমবার শেষ বেলায় সুপ্রিম কোর্টে হয় আরজি কর মামলার শুনানি। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলাকালীন এক আইনজীবী বলেন, আরজি কর কাণ্ডের সঙ্গে বাংলাদেশের যোগ রয়েছে। এর আগেও পশ্চিমবঙ্গে এক চিকিৎসকের খুনের ঘটনায় বাংলাদেশের যোগ পাওয়া গিয়েছিল। রানাঘাট হাসপাতালের চিকিৎসক চন্দন সেনের খুনের ঘটনায় বাং💦লাদেশে ওষুধ পাচারের বিষয়টি উঠে এসেছিল💞। আমার কাছে সেই মামলায় আদালতের নির্দেশের কপি রয়েছে। আরজি করের ঘটনায় বায়োমেডিক্যাল বর্জ্য বাংলাদেশে পাচার হয়েছে বলে সিবিআই তদন্তে উঠে এসেছে।
এই পর্যন্ত বলার পরেই ওই আইনজীবীর বিরোধিতায় বলতে শুরু করেন রাজ্যের আইনজীবী। তিনি বলেন, তদন্ত চলাকালীন এব্যাপারে কথা বলা ঠিক নয়। রাজ্যের আইনজীবীর বক্তব্যে সম্মতি জানিয়ে বিষয়টি নিয়ে খোলা এไজলাসে আলোচনা না করতে নির্দেশ দেন প্রধান বিচারপতি।
আরও পড়ুন - কীভাবে হামলা চালাল রোগী পরিবার? সাগর দত্তের নিরা☂পত্൩তা সংস্থাকে শোকজ
আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ ছিল, বায়োমেডিক্যাল বর্জ্যের একটা 𒈔বড় অংশ বাইরে বিক্রি করে দিয়েছেন তিনি। এই বর্জ্য ঠিক মতো প্রক্রিয়াকরণ না হলে ভয়াবহ সংক্রমণ ছড়াতে পারে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।