চার বিধানসভার উপনির্বাচনে বিজেপিকে পর্যদুস্ত করে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। আর এই নবনির্বাচিত চার বিধায়কের শপথ নিয়ে জট এড়াতে সম্পূর্ণ প্রস্তুত বিধানসভা। তার মধ্যেই রাজভব🐽ন থেকে প্রশ্ন–সহ চিঠি এসে পৌঁছয় বিধানসভায়। এই বিষয়ে রাজভবনের তিন প্রশ্নের জবাবে চিঠি এꦦবার পাঠালেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। আর এবার নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল কী পদক্ষেপ করবেন তার ভরসায় না থেকে নিজেদের মতো প্রস্তুতি সেরে রেখেছে বিধানসভা।
এদিকে বিধানসভা সূত্রে খবর, আগামী মঙ্গলবার নবনির্বাচিতদের বিধানসভায় ডেকে প💎াঠানো হয়েছে। ওই চারজনকে শপথগ্রহণ করাবেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলে মনে করা হয়। কারণ সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে। এই আবহে বৃহস্পতিবার রাতে হঠাৎ রাজভবন থেকে একটি চিঠি পৌঁছয় বিধানসভায়। সেই চিঠিতে রাজভবন কয়েকটি প্রশ্নের জবাব চেয়েছে বিধানসভার কাছ থেকে। তার মধ্যে একটি প্রশ্ন বিধায়কদের শপথগ্রহণ নিয়ে। শপথ জট এড়াতে স্পিকারের নির্দেশে রাজভবনে চিঠি দিয়েছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পালটা রাজভবনের পক্ষ থেকে তিন প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়। শুক্রবার সেই চিঠির জবাব দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ‘ক্ষমতা ব্যবহার করে যৌন হ꧙েনস্থার ঘটনাকে ঢাকা যাবে না’, বিবৃতি মুখ্যমন্ত্রীর আইনজীবীর
অন্যদিকে রাজভবন বিধানসভাকে প্রশ্ন করেছে, গত উপনির্বাচনে জয়ী সায়ন্তিকাদের শপথবাক্য পাঠ করাতে রাজ্যপাল বিধানসভার ডেপুটি স্পিকারকে নিজের প্রতিনিধি হিস📖াবে নিয়োগ করেন। কিন্তু সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে রাজ্যপাল জান🍎তে পারেন, সায়ন্তিকা–রেয়াতকে শপথগ্রহণ করিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই খবর কি সত্যি? বিধানসভার পরিষদীয় রীতি উল্লেখ করে স্পিকার জানান, রাজ্যপাল ডেপুটি স্পিকারকে শপথ পাঠের দায়িত্ব দেন। কিন্তু রীতি অনুযায়ী, অধিবেশন চলাকালীন স্পিকার সেখানে থাকলে ডেপুটি স্পিকার শপথ পড়াতে পারেন না। তাই নিয়ম মেনে স্পিকারকেই বিধায়কদের শপথের দায়িত্ব তুলে দেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। আর স্পিকার সেই দায়িত্ব পালন করেছেন।