পশ্চিমবঙ্গ সরকারের ♒কন্যাশ্রী প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্ট নম্বরের মতো তথ্য আপস করা হয়ে থাকতে পারে, ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার (এনআইসি) রাজ্য সরকারকে সতর্ক করেছে।
তৃণমূল কংগ্রেস সরকার এনিয়ে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন ও সমাজকল্যাণ দফতরের আধিকারিক এবং জেলা প্রশাসনকে পোর্টালের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়ꦇ।
সরকারের জারি করা নোটিশে বলা হয়েছে, 'এনআইসি কন্যাশ্রী পোর্টালে সম্ভাব্য সুরক্ষা লঙ্ঘনের বিষয়টি𝓀 চিহ্নিত করেছে, যা নির্দিষ্ট স্টেকহোল্ডারদের অ্যাকাউন্টের সাথে আপস করতে পারে।
কয়েকদিন আগেই সাইবার অপরাধীরা রাজ্য সরকারের আরেকটি প্রকল্প তরুণের স্বপ্নের উপর হানা দিয়েছিল, ൲যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের ট্যাব এবং স্মার্টফোন কেনার জন্য বরাদ্দ তহবিলের একাংশ অꦬন্য অ্যাকাউন্টে পাচার করা হয়েছিল।
পড়ুয়াদের ট্যাব ও স্মার্টফোন দিতে রাজ্য সরকার প্রায় ১৬০০ কোটি টাকা খরচ করেছে। সাইবার অপরাধীদের দ্বারা জাল অ্যাকাউন্টগুলিতে প্রায় ২ কোটি টাকা পাচার করা হয়েছে। তদন্ত চলছে। রাজ্য সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক ༒জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।