আজ, বৃহস্পতিবার রাত কাটলেই ৩০ ডিসেম্বর। হাওড়া স্টেশনে উদ্বোধন হবে বন্দে ভারত এক্সপ্রেসের। আর সেটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে 💛তিনি একা আসছেন না। তাঁর সঙ্গে বঙ্গ–সফরে ৯ জন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য থাকবেন বলে সূত্রের খবর। শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় গঙ্গা পরিষদের বꦕৈঠক। সেখানে যোগ দিতেই কেন্দ্রীয় মন্ত্রিসভার হেভিওয়েট সদস্যরা কলকাতায় আসছেন বলে খবর মিলেছে। আর সেদিনই হাওড়া স্টেশন থেকে হাওড়া–এনজেপি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
আর কী করবেন তিনি? বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের পর তিনি যোগ দেবেন হেস্টিংসের আইএনএস নেতাজি সুভাষ ভবনে গঙ্গা পরিষদের বৈঠকে। সেখানে অন্য কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে🧜 থাকার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। যদিও তিনি মাঝে অসুস্থ হয়ে পড়েছিলেন। এই পরিষদের সদস্য হিসেবে বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে প্রধানমন্ত্রী–সহ এতজন কেন্দ্রীয় ✃মন্ত্রীর একসঙ্গে কলকাতা সফর সাম্প্রতিক অতীতে ঘটেনি। তাই এদিন নেতা–নেত্রীদের কর্মসূচির দিকে নজর থাকবে সকলের।
আর কী জানা যাচ্ছে? বেশ কিছুদিন ধরে ১০০ দিনের কাজ–সহ নানা কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের প্রাপ্য মিটিয়ে দেওয়ার দাবি করছে রাজ্য সরকার। গঙ্গা–পদ্মার ভাঙন ইস্যুতেও কেন্দ্রের কাছে দাবি পেশ করেছে নবান্ন। কেন্দ্রীয় সরকারের চাপানো সমস্ত শর্ত মেনে নেওয়ার পরও ১০০ দিনের কাজের ট𒐪াকা মিলছে না। সম্প্রতি নবান্নে আয়োজিত পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে বিষয়টি উত্থাপন করেছিলেন মুখ্যমন্ত্রী। এবার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে আ▨রও একবার মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতে পারেন🐠 বলে মনে করা হচ্ছে। বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংও।
কারা আসছেন প্রধানমন্ত্রীর সঙ্গে? গঙ্গা–পদ্মার ভাঙন সমস্যা নিয়ে বৈঠকেই আলোচনা হবে বলে আগে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী। তাই যাবতীয় তথ্য লিপিবদ্ধ করেছে রাজ্য সেচ দফতর। প্রধানমন্ত্রীর হাতে তা তুলে দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে নির্মলা সীতার༒ামন, গিরিরাজ সিং ছাড়াও জলশক্তিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব, আবাসনমন্ত্রী হরদীপ সিং পুরী, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশি, শিক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী রাজকুমার সিং এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের স্বাধীন দ্বায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের কলকাতায় আসার কথা বলে সূত্রের খবর। আর এই পরিষদের সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, উত্তরাখণ্ডের পুষ্কর সিং ধামি। বিহারের প্রতিনিধি হিসেবে উপ–মুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের থাকার কথা।