মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘মা সারদার পুনর্জন্ম’ বলে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন তৃণমূল বিধায়ক তথ🦄া চিকিৎসক নির্মল মাজি। বিরোধী থেকে শুরু করে রামকৃষ্ণ মঠ ও মিশনের পক্ষ থেকে তাঁর এই মন্তব্যের করা প্রতিক্রিয়া জানানো হয়েছে। তারপরেও নিজের মন্তব্য থেকে কিছুতেই পিছু হঠতে রাজি নন নির্মল মাজি। এবার এই নিয়ে যুক্তি খাড়া করলেন তৃণমূল বিধায়ক।
গতকাল এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি মনে করি আমার কাছে মা সারদা, মাদার টেরেজা, সিস্টার নিবেদিতা আমার চেতনা চৈতন্য আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়।’ তিনি আরও বলেন, ‘মঠের মহাপ্রাণ,💫 এক ঝাঁক তরুণদের নেতৃত্ব দিয়েছেন মা সারদা। তারপর প্রতিষ্ঠিত হয়েছিল রামকৃষ্ণ মিশন। মমতা বন্দ্যোপাধ্যায়ও ঠিক একইভাবে যুবক, ছাত্র, মধ্য বয়স্ক কর্মযোগী দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় হলেন আমার ঘরের দুর্গা, 💝আমার মা সেই কারণেই তিন🦩ি সকল ধরনের মানুষের কাছে মাতৃরূপে পূজিত হন।’