মহরম উৎসব নিয়ে বার্তা দিলেন ডিজি রাজীব কুমার। তিনি বলেন, আমাদের যে স্লোগান ধর্ম যার যার উৎসব সবার এটা মাথায় রেখে সবাই উৎসব পালন করুন। তিনি বলেন, মহরম, উল্টোরথ সহ বিভিন্ন উৎসব সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। পুলিশ প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে। কার্যত মুখ্য়মন্ত্রী বার বারই বলেন, ধর্ম যার যার উৎসব সবার। এবার কার্যত সেই সুরই শোনা গেল রাজীব কুমারের গলায়। উৎসবকে কেন্দ্র করে যাতে অন্যের সমস্যা না হয় সেব্য়াপারে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি জানিয়েছেন, মহরম, উল্টোরথ সহ বিভিন্ন উৎসব সবাই পালন করুন। কিন্তু অন্যের সমস্যা বা অসুবিধা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। পুলিশ প্রশাসন সবরকমভাবে প্রস্তুতি সেরে রেখেছে।রাত পোহালেই মহরম। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তেও অত্যন্ত মর্যাদার সঙ্গে দিনটিকে পালন করা হয়। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে যাতে কোথাও অশান্তি না হয় সেজন্য তৈরি রয়েছে পুলিশ। মূলত আইনশৃঙ্খলা পরিস্থিতি যথাযথ রাখার জন্য তৎপর পুলিশ। রাজ্য়ের বিভিন্ন এলাকায় গণপিটুনির একাধিক ঘটনা হচ্ছে। সেই প্রসঙ্গে রাজীব কুমার বলেন, আইন হাতে নেওয়ার কোনও সুযোগ কাউকে দেওয়া যাবে না।