অপসারিত তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। তাকে কলকাতা পুলিশের ট্রেনিং অ্যাকাডেমিতে পাঠানো হয়েছে। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারম্যান মার🌃ধরের অভিযোগ তুলেছিলেন। তারপরই কা✨র্যত সরানো হল তিলজলা থানার ওসিকে।তিলজলা থানার নতুন ওসি হয়েছেন সুপ্রতীক বন্দ্যোপাধ্যায়।
এদিকে💦 প্রাথমিকভাবে বিভিন্ন মহল থেকে খবর আসছিল ছুটিতে যাচ্ছেন তিলজলা থানার ওসি বিশ্বক মুখোপাধ্যায়। তিলজলাকাণ্ডের জেরে তিনি ছুটিতে গেলেন কী না তা নিয়েও প্রশ্নটা থেকেই গিয়েছিল। প্রশ্ন উঠছিল তিনি ছুটিতে গেলেন নাকি তাঁকে ছুটিতে পাঠানো হল? তিনি কি আগে থেকেই ছুটি নিয়েছিলেন? নাকি পরিস্থিতির জেরে তিনি ছুটিতে গেলেন? তবে পরে জানা যায় তিনি ছুটিতে নন, তাকে থানা থেকেই সরিয়ে দেওয়া হয়েছে।
জাতীয় শিশু সুরক্ষা কমিশন ও রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তিলজলার শিশু নির্যাতন ও খুনের ঘটনাকে কেন্দ্র করে দুই কমিশনের মধ্যে চূড়ান্ত বাদানুবাদ দেখেছিল বাংলা। এমনকী পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন প্রিয়ঙ্ক কানুনগো অভিযোগ তুলেছিলেন তাকে মারধর করা হয়েছে। তারপরে এনিয়ে চাপান উতোর তুঙ্গে ওঠে। এদিকে কমিশনের চেয়ারম্যান অভিযোগ করেছিলেন পুলিশ আধিকারিক তাঁর বডি ꦿক্যামেরায় কথোপথন রেকর্ড করছেন। এমনকী তিনি এনিয়ে আপত্তি করলে তাঁকে হেনস্থা করা হয় বলে 🌼অভিযোগ। তবে এনিয়ে আর কোনও ঝুঁকি নেয়নি কলকাতা পুলিশ। শনিবারই ওসিকে থানা থেকে তুলে নেওয়া হয়।
এদিকে আগে স𝓡ুপ্রতীক বন্দ্যোপাধ্যায় কলকাতা পুলিশের ডাকাতি দমন শাখার ওসি পদে কর্মরত ছিলেন। তাঁকেই এবার তিলজলা থানার নয়া দায়িত্ব দেওয়া হয়েছে। তিলজলায় শিশুকে খুনের ঘটনার তদন্তও চলছে বলে খবর।তবে সেই ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় ও রাজ্🅘য শিশু সুরক্ষা কমিশনের মধ্যে নজিরবিহীন দ্বন্দ্ব বাঁধে। তারই পরিণতিতেই গোটা দেশ জুড়ে নানা চর্চা শুরু হয়। বিস্ফোরক সব অভিযোগ তোলেন কমিশনের চেয়ারম্যান। তবে এবার সরানো হল সেই তিলজলা থানার ওসিকে।
এই খবরটি আপ✨নি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup