এবার থেকে অনলাইনেই দেওয়া যাবে পার্কিং ফি। সেজন্য প্রয়োজন একটি অ্যাপ। সেই উদ্দেশ্যে আজ বুধবার থেকে ট্রায়াল শুরু করছে কলকাতা পুরসভা। শহরের ৫০ টি পার্কিং লটে অ্যাপের মাধ্যমে অনলাইনে পার্কিং ফি দেওয়ার ট্রায়াল শুরু করা হয়েছ𝓀ে। গাড়ির মালিকদের অ্যাপের মাধ্যমে অনলাইনে পার্𝔉কিং ফি দেওয়ার অভ্যস্ত করে তুলতে একমাস ধরে এর ট্রায়াল রান করা হবে।
কলকাতা পুরসভার পার্কিং বিভাগের এক﷽জন আধিকারিক জানিয়েছেন, একমাস ধরে ক্যাশ🍃লেস পেমেন্টের ট্রায়াল করা হবে। তারপꦬর পার্কিং লটে আনুষ্ঠানিকভাবে এই অ্যাপটি চালু করা হবে। জানা 👍গিয়েছে, এর জন্য প্রতিটি পার্কিং লটে একটি ডিভাইস বসানো হবে। ট্রায়াল চলাকালীন পুরসভা এই ডিভাইস ব্যবহার করার জন্য পার্কিং পরিচারকদের প্রশিক্ষণ দেবে। ট্রায়াল সফল হলে এই ব্যবস্থা পুরোদমে চালু করা হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
পার্কিং বিভাগের তরফে জানানো হয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব গাড়ি পার্কিং লটে অ্যাপ-ভিত্তিক পেমেন্ট চালু করা হবে। ট্রায়াল শেষে এটি পুরোদমে চালু করার জন্য একটি তারিখ ঠিক করা হবে। প্রয়োজনে ট্রায়ালের মেয়াদ আরও বাড়ানো হবে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে বউবাজার, বিবাদী বাগ, জেএল নেহেরু রোড, লিন্ডসে স্ট্রিট, পার্ক স্ট্রি♒ট, ক্যামাক স্ট্রিট, এলগিন রোড, রাসবিহারী অ্যাভিনিউ এবং গড়িয়াহাট রোডের পার্কিং লটগুলিতে এই ট্রায়াল চালানো হচ্ছে।