বিধানসভার অধিবেশন চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বিজেপি বিধায়কদের মন্তব্🔯যের কোনও জবাব দেওয়া যাবে না। অধিবেশনের আগে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে দলের বিধায়কদের এই ভাষাতেই সতর্ক করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদের স্൩পষ্ট বার্তা, পার্থ ইস্যুতে মুখ খুললে মুখ পুড়বে তৃণমূলেরই।
শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ২টি ফ্ল্যাট থেকে সব মিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করেছে ইডি। গ্রেফতার হয়েছেন পার্থ। দলের মহাসচিব তথা মন্ত্রিসভায় সেকেন্ড ম্যান পার্থর গ্রেফতারিতে প্রথম কয়েকদিন তৃণমূলের মুখ থেকে কথা সরছিল না। ৫ দিন পরে তাকে দল ও মন্ত্রিসভা থেকে বহিষ্কার করে তৃণমূল দাবি করতে শুরু করে, পার্থর সঙ্গে দলের কোনও যোগ নেই। যদিও নাম না করে নানা সভায় পার্থর গ্রেফতারির বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী পার্থকে যে বাধ্য হয়ে তিনি মন্ত্রিসভা থেকে বাদ 𝐆দিয়েছেন ইঙ্গিতে তাও বুঝিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
‘আমার হারের দিন কোথায় ছিলি?’ মমতার প্রশ্নে বিদ্ধ ‘স্নেহের’ সুফিয়ান
তৃণমূলের অনুমান, বিধানসভার আসন্ন অধিবেশনে পার্থর গ্রেফতারি নিয়ে ঝড় তুলবে বিজেপি। ২৫ 𒐪বছর পর এই প্রথম পশ্চিমবঙ্গ বিধানসভার কোনও অধিবেশনে হাজির থাকবেন না পার্থ। এই পরিস্থিতিতে পার্থকে নিয়ꦦে বিজেপি বিধায়কদের কোনও মন্তব্যের জবাব দিতে বারণ করা হয়েছে তৃণমূল বিধায়কদের। ফিরহাদ এদিন জানিয়েছেন, পার্থকে নিয়ে ইতিমধ্যেই যথেষ্ট অস্বস্তিতে তৃণমূল। এই পরিস্থিতিতে মুখ খুললে অস্বস্তি বাড়বে বই কমবে না।