পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের জন্য কি ধর্না দিতে হবে? এই প্রশ্ন আজ উঠতে শুরু করেছে। কারণ ‘জলি এলএলবি’ সিনেমার প্রসঙ্গ টেনে আজ, বৃহস্পতিবার ভরা এজলাসে এই কথাই বিচারপতিকে জানালেন প্♑রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী সেলিম রেহমান। এদিন জামিনের বিরোধিতা করল সিবিআই। আর তারপরই এমন কথা বলেছেন পার্থের আইনজীবী। আজ আলিপুর আদালতে পার্থ চট্টোপাধ্যায়কে পেশ করে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়–অর্পিতা মুখোপাধ্যায়কে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে নগর দায়রা আদালত।
ঠিক কী বলেছেন পার্থের আইনজীবী? এদিন পার্থের জামিনের বিরোধিতা করেন সিবিআইয়ের আইনজীবী। তখন পার্থের আইনজীবী জামিনের আবেদন জানিয়ে সওয়াল করেন, ‘একটা টাকাও নেয়নি। একটা টাকাও আমার মক্কেলের কাছ থেকে উদ্ধার হয়নি। অযোগ্য প্রার্থীদের কথা বলা হচ্ছে, এখানে আমার মক্কেলের ভূমিকা কী? আর কতদিন এই বৃহত্তর ষড়যন্ত্র বলে সিবিআই সময় পাবে? জেল থেকে বেরিয়ে তো আমার মক্কেল শিক্ষা দফতরে চলে যেতে পারব না। তদন্তে কোনও অগ্রগতিও 🐠নেই। এবার জলি এলএলবি সিনেমার মতো ধর্না দেওয়া ছাড়া উপায় থাকবে না।’
ঠিক কী বলেছেন বিচারক? সিবিআইജ তদন্তের দ্রুত অগ্রগতি চান বিচারকও। আজ, বৃহস্পতিবার শুনানি চলাকালীন তদন্তের গতি নিয়ে প্রশ্ন তুলে বিচারক বলেন, ‘তদন্তের তিন ভাগ করলেও, এক ভাগ হচ্ছে না কেন?’ তখন পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী সেলিম রেহেমান বলেন, ‘কোনও সুবিচার পাওয়া যাচ্ছে না। সিবিআই পু🍷রো বিষয় ধামাচাপা দিয়ে রেখ🙈েছে। শুধু বৃহৎ ষড়যন্ত্রের কথা বলা হচ্ছে। কতজনের বয়ান রেকর্ড করা হবে, তার ঠিক নেই। শুধু বয়ান রেকর্ড করা হবে বলে হেফাজতে থাকতে হবে। এটা হয় নাকি। জানি না সিবিআই নতুন কী প্রমাণ পেয়েছে। মামলা তো আর অনন্তকাল চলতে পারে না।’