বাইক চুরির অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। যার মধ্যে একজন ব𝐆িসিএ-র ছাত্র ও অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের ছেলে এবং অন্যজন কলেজ পড়ুয়া। ধৃতদের নাম হল রোহিত কুমার সিং (২৫) এবং রবি সিনহা (২২)। বেহালা এবং নিউ আলিপুর এলাকায় মোটর বাইক চুরির ঘটনায় তাদের গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, অভিযুক্তরা দার্জিলিঙে বেড়াতে যেতে চেয়েছিল। তাই কেনাকাটার জন্য টাকা জোগাড় করতে চেয়েছিল। সেই কারণে তারা বাইক চুরি করেছ෴িল বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ সূত্রে জানা গি🅺য়েছে, বৃহস্পতিবার রাতে বেহালায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে গত ২১ মার্চ বাইক চুরির অভিযোগ রয়েছে বলে যুগ্ম কমিশনার (অপরাধ) শঙ্খ শুভ্র চক্রবর্তী জানিয়েছেন। বাইকটি চুরি করার পর অভিযুক্তরা সেটি বৈধ নথি ছাড়াই একটি অনলাইন প্ল্যাটফ🎐র্মের মাধ্য💯মে গার্ডেন রিচের পাহাড়পুর রোডের বাসিন্দা মহম্মদ উমরের কাছে ২৪ হাজার টাকায় বিক্রি করেছিল।
নিউ আলিপুর রেলওয়ে কোয়ার্টার্সের বাসিন্দা রবি সিনহা আরপিএফের এক এএসআইয়ের ছেলে। তিনি সল্টলেকের একটি নামকরা ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের বিসিএ-র প্রথম বর্ষের ছাত্র। অন্য অভিযুক্ত রোহিত কুমার সিং বিহারের বাকার বাসিন্দা। বর্তমানে সে একবালপুরে থাকে এবং নিউ আলিপুরের একটি ক্যাফেতে কাজ করে। তাদের গ্রেফতার করার পর আদালতে তোলা হলে ২ 🍬মে পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এই ঘটনায় দুজনের সম্পর্কে জানতে উমরের সঙ্গে কথা বলছে পুলিশ। বাইকটি যে অনলাইন পোর্টালে বিক্রি করা হয়েছিল সেখানেও পুলিশ যোগাযোগ করবে। তদন্তকারীদের সন্দেহ অভিযুক্তরা এই মাসের শুরুর দিকে নিউ আলিপুর এলাকা থেকে আরেকটি বাইক চুরি করেছে।
অন্যদিকে, বাইক বা গাড়ি চুরি রুখতে পদক্ষেপ করেছে কলকাতা পুলিশ। এর মাধ্যমে চুরি হও🦄য়া গাড়ি উদ্ধারের জন্য প্রযু𒁏ক্তির উপর নির্ভর করবে পুলিশ। কলকাতা ট্র্যাফিক পুলিশ প্রায় ১২০টি নতুন জায়গা চূড়ান্ত করেছে যেখানে নতুন রেড-লাইট অফেন্স ডিটেক্টর এবং লাইসেন্স রিডার প্লেট বসানো হবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক🧸 //htipad.onelinkꦑ.me/277p/p7me4aup