ভারতের ভুয়ো প্রমাণ পত্র সহ প্রায়ই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার হওয়ার খবর পাওয়া যায়। আর এবার ভারতের ভুয়ো প্রমাণপত্র সহ ܫগ্রেফতার হল আফগানিস্তানের দুই নাগরিক। জানা গিয়েছে, ওই দুই নাগরিক মৈত্রী এক্সপ্রেসে করে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছিল। কিন্তু, তার আগেই রেল পুলিশ তাদের ধরে ফেলে। জানা গিয়েছে, এদের মধ্যে একজন ১৩ বছর বয়সে ভারতে ঢুকেছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতের ভুয়ো ভোটার কার্ড এবং আধার কার্ড। ধৃতদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এছাড়া বেআইনি অনুপ্রবেশের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম ওয়াহিদ খান ও আব্দুল রহমান।
আরও পড়ুন: নিউ টাউনে নাবালিকাকে যৌ꧟ন নির্যাতনের অভিযোগে গ্রেফতার বাংলাদ🍸েশি
জানা গিয়েছে, ওই দুজন মৈত্রী এক্সপ্রেসে করে বাংলাদেশের যাওয়ার জন্য এদিন কলকাতা স্টেশনে আসে। তখন অভিবাসন চেকিংয়ের সময় তাদের কথাবার্তা এবং আচরণ দেখে সন্✨দেহ হয় আধিকারিকদের। এরপরে তাদের জিজ্ঞাসাবাদ করতেই তারা স্বীকার করে নেই যে তারা আফগান নাগরিক। তাদের জিজ্ঞাসাবাদ করতেই রেল পুলিশ জানতে পারে তাদের কাছে ভারতের প্রমাণপত্রসহ একাধিক ভুয়ো নথি রয়েছে। তদন্তে পুলিশ জানতে পারে, ওই দুজন🐎 গুয়াহাটি থেকে কলকাতা স্টেশনে এসেছিল। এরমধ্যে আব্দুল রহমান ১৩ বছর বয়সে আফগানিস্তান থেকে ভারতে পালিয়ে এসেছিলেন। অবৈধভাবে তিনি ভারতে ঢুকেছিলেন। তার গোটা পরিবারই অবৈধভাবে ভারতে রয়েছে। তিনি পেশায় একজন কাবুলিওয়ালা। প্রথমে দক্ষিণ ২৪ পরগনার বজবজে থাকতে শুরু করেন তিনি। এরপর সেখান থেকে চলে যান পাথরপ্রতিমায়। সেই সূত্রে কয়েকজন কাবুলিওয়ালার সঙ্গে তার পরিচয় হয়। তারপর তিনি এই পেশায় চলে আসেন। এর পাশাপাশি সুদের কারবার শুরু করেন ওই ব্যক্তি। পরে তিনি অসমে সঙ্গে চলে যান। পরিবারের সদস্যরা সেখানে থাকতে শুরু করেন।