কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টা। কোনওরকমে বেঁচে গিয়েছেন তিনি। একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাঁকে খুনের চেষ্টা হয়েছিল। সেই ঘটনায় ইতিমধ্য়েই গ্রেফতার করা হয়েছে আফরোজ খান ওরফে গুলজারকে। এবার পুলিশের আইনজীবী সওয়াল করলেন ,গুলজা🍸রকে হেফাজতে রেখে আরও জেরা করার প্রয়োজন।
এদিকে সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় এবার বিহার যোগের সন্ধান পাচ্ছে পুলিশ। বিহারের একাধিক চক্রী এই ঘটনার পেছনে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। ꦓ
এদিকে রাজডাঙার চক্রবর্তী পাড়ায় সুশান্ত ঘোষের বাড়ি থেকে কিছুটা দূরেই শান্তিপল্লি খালে ডুবুরি নামিয়ে চলছে তল্লাশি। মূলত 🀅সেই খালে দুষ্কৃতীরা অস্ত্র ফেলে দিয়েছিল বলে অভিযোগ। তারপরেই পুলিশ ওই খালে তল্লাশি চালাতে থাকে।
এদিকে খালের মধ্য়ে খোঁজ চলছে বন্দুকের। প্রাথমিক তদন্তে পুলিশের ধারনা এই খালের উপরে থাকা ব্রিজ স্কুটিতে চ🐈েপে পালাচ্ছিল দুষ্কৃতীরা। আর যাওয়ার সময় সেই খালে বন্দুক ফেলে দিয়ে পালায় তারা। সেই খালেই তল্লাশ🌌ি চালায় বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরিরা। তবে শুধু খালে নয়, খালের পাশে একটি ছোট জঙ্গল রয়েছে। সেখানেও তল্লাশি চালায় পুলিশ।
এদিকে গোটা ঘটনায় এবার উঠে আসছে🌊 বিহার যোগের প্রসঙ্গ। বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে আসা হয়েছিল বলে খবর। এমনকী বিহারের একাধিক দুষ্কৃতী গোটা ঘটনার সঙ্গে জড়িত ছিলেন বলে খবর। পুলিশ তদন্তের স্বার্থে বিহারে যেতে পারে বলেও খবর। শনিবার বাইক নিয়ে বিহারের দিকে পালানোর চেষ্টা করেছিল গুলজার। তখনই তাকে গ্রেফতার করা হয়।
এদিকে এবারই প্রথমবার সুশান্তর উপর আক্রমণ হল সেটা নয়। এর আগে অগস্ট ও অক্টোবর মাসে সুশান্ত ঘোষের উপর হামলার চেষ্টা করা হয়েছিল বলে খবর।
সেই সঙ্গেই কসবায় সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার ঘটনার জেরে মূল চক্রী গুলজারকে গ্রেফতার করেছে পুলিশ। বিচারপতি অভিযুক্তকে ১৩দিনেꦫর পুলিশ হেফাজতের নিরꦦ্দেশ দিয়েছে।
এদিকে ইতিমধ্য়েই এই খুনের চেষ্টার ঘটনার পেছনে একটা গোডাউনের কথা উঠে আসছে। সেই গোডাউনটি সুশান্তর অনুগামীরা দখল করে নিচ্ছিল বলে অভিযোগ। আর তারই প্রতিহিংসা নিত🎉েই সুশান্তকে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ।
কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষ। বাড়ির সামনেই তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। স্কুটারের পেছন থেকে এক দুষ্কৃতী নেমে সুশান্ত ঘোষকে খুব সামনে থেকে খুন করার চেষ্টা করেছিল বলে খবর। সিসি ক🌳্যামে🐲রায় ধরা পড়েছে সেই দৃশ্য। তবে পিস্তল কাজ না করায় গুলি বের হয়নি। বেঁচে যান সুশান্ত। ধরা পড়ে আফরোজ।