মনোনয়ন জমা দেওয়ার পর ফোন করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে। এবার বাংলায় আসার পরিকল্পনা করেছেন তিনি। হ্যাঁ, তিনি রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু। জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে কলকাতায় আসার সম্ভাবনা তাঁর। এই সফর 🦩নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
ঠিক কী খবর মিলেছে? সূত্রের খবর, ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল 💞দক্ষিণের রাজ্য কেরল ছাড়া প্রায় সব রাজ্যে যাওয়ার চেষ্টা করবেন। রাষ্ট্রপতি নির্বাচনে পশ্চিমবঙ্গ একটা বড় ফ্যাক্টর। তাই এখানে তিনি আসতে চান। এমনকী সকল বিধায়ক–সাংসদদের সঙ্গে কথা বলতে চান। পাঁচজন বিধায়ক বিজেপি ছাড়ার পর পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির আসন সংখ্যা ৭০। তাঁদের ভোট নিশ্চিত করতেই তাঁর পশ্চিমবঙ্গে সফর ঠিক করা হয়েছে।
ইতিহাস ঠিক কী বলছে? ২০১৭ সালে রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল। তখন এনডিএ শিবিরের প্রার্থী ছ✨িলেন রাষ্ট্রপতি রামনাথ কোব✤িন্দ। তিনি ভোট চাইতে পশ্চিমবঙ্গে আসেননি। তখন অবশ্য পশ্চিমবঙ্গ বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা ছিল মাত্র তিন। যদিও ভোট পড়েছিল ১৩টি। এবার পশ্চিমবঙ্গে বেশি পরিমাণ ভোট পাওয়ার সম্ভাবনা🦄 রয়েছে দ্রৌপদীর। তাই কলকাতায় আꦑসবেন তিনি।
আর কী জানা যাচ্ছে? বিজেপি সূত্রে খবর, বিজেপি বিধায়কদের ভোট দ্রৌপদীর ঝুলিতে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আগামী ২–৩ জুলাই শু🐷ভেন্দু অধিকারী বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি বৈঠকে যোগ দিতে হায়দরাবাদ যাবেন। আর শুভেন্দু হায়দরাবাদ থেকে ফি𓂃রলেই দ্রৌপদী আসবেন কলকাতায়।