খাস কলকাতায় ফের তোলাবাজির চেষ্টার অভিযোগ। আর তোলা না পেয়ে এক প্রবাসী বাঙালিকে মারধর করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার গোলপার্কের কাকুলিয়া রোড এলাকায়। এই ঘটনায় এক প্রোমোটারের বিরুদ্ধে অভꦍিযোগ উঠেছে। মূলত পুরনো বাড়ি সংস্কারকে কেন্দ্র করে ওই প্রবাসী বাঙালিকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। আক্রান্ত প্রবাসী বাঙালির নাম জিষ্ণু নাথ। ঘটনায় তিনি থানায় অভিযোগ জানিয়েছেন।
আরও পড়ুন: তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে🍎 ভোজালির কোপ, চাঞ্চল্য বারাক꧙পুরে
জানা গিয়েছে, জিষ্ণু নাথ চাকরি সূত্রে আমেরিকায় থাকেন। তিনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছিলেন। এরপরে বিদেশি কোম্পানিতে তিনি চাকরি🍃 পান। সেই সূত্রে আমেরিকায় চলে যান। সেখানে সিয়াটেলে থাকেন। জানা গিয়েছে , গত ১৭ জানুয়ারি তিনি কলকাতার বাড়িতে এসেছিলেন। পুরনো বাড়ি সংস্কারের জন্যই তিনি কলকাতায় আসেন। তার বাড়ি আসার আগেই সংস্কারের কাজ শুরু হয়ে যায়। এদিকে, বাড়িটি সংস্কারের কাজের বরাত পাওয়ার জন্য অনেক দিন ধরে জিষ্ণুর সঙ্গে যোগাযোগ রেখেছিলেন খোকন 🌊সরকার নামে এলাকার প্রোমোটার। কিন্তু খোকনকে সেই কাজের বরাত দেননি জিষ্ণু। তিনি অন্য এক ঠিকাদারকে এই বাড়ির সংস্কারের দায়িত্ব দেন। তাতেই রাগ খোকনের।
বাড়ির সংস্কারের দায়িত্ব তাকে না দিয়ে অন্য কাউকে দেওয়া হল কেন? তাই নিয়ে দুজন൲ের মধ্যে বচসা বাঁধে। এরপর খোকন জিষ্ণুকে মারধর করে। অভিযোগ মেরে জিষ্ণুর মুখ ফাটিয়ে দিয়েছে খোকন এবং তার দলবল। আরও অভিযোগ, খোকন তার কাছে টাকা চেয়েছিল। কিন্তু সেই টাকা দিতে হবে স্বীকার করার জন্যই তাকে মারধর করা হয়েছে। শুধু তাই নয় বাড়ির কাজ বন্ধ করে দেওয়ারও হুশিয়ারি দিয়েছে খোকন। এটি রবীন্দ্র সরোবর থানার মধ্যে পড়ছে। তাই ওই থানায় অভিযুক্ত প্রোমোটার সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় মারধরের লিখিত অভিযোগ দায়ের করেছেন জিষ্ণু। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, তোলা না পেয়ে এর আগেও মারধরের ঘটনা ঘটেছে। সে ক্ষেত্রে তোলাবাজদের হাতে আক্রান্ত হয়েছেন খোদ পুলিশ কর্মী।