কোনওরকমের কাটাছেঁড়া ছাড়াই একেবারে অভিনব পদ্ধতিতে প্রস্টেটের অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার এনআরএস হাসপাতাল। আর এই অস্ত্রোপচার হয়েছে মাত্র ৫ মিনিটে। এই সম্পূর্ণ অস্ত্রোপচার করা হয়েছে জলীয় বাষ্প বা স্টিমের সাহায্যে। চিকিৎসকদের পরিভাষায় এই পদ্ধতির নাম হল൩ ‘ওয়াটার ভেপার থেরাপি’। হাসপাতালের দাবি, দেশের সরকারি হাসপাতালগুলির মধ্যে এই পদ্ধতিতে প্রথ🌠ম প্রস্টেটের অস্ত্রোপচার হল এনআরএসে।
আরও পড়ুন: রক্ত যাচ্ছিল না মাথায়, পিজিতে শিশুর অপারেশনে বিꦆরাট সাফল্য বাংল♒ার চিকিৎসকদের
জানা গিয়েছে, এনআরএস হাসপাতালে এই পদ্ধতিতে বুধবার দুজন রোগীর অস্ত্রোপচার হয়েছে। দুটি অস্ত্রোপচারই সফল হয়েছে। এই দুই রোগীর নাম হল এন সি বাছাড় (৬৬)। তিনি নদিয়ার বাসিন্দা এবং দ্বিতীয় জন হলেন মুর্শিদাবাদের বাসিন্দা এন ঘোষ (৭৪)। তাদের প্রস্টেট গ্রন্থি ব💜েড়ে গিয়🍃েছিল। ওজন হয়েছিল যথাক্রমে ৪৮ গ্রাম এবং ৬৫ গ্রাম। এরপরে তারা এনআরএস হাসপাতালে আসেন। সেখানে চিকিৎসকরা তাদের অস্ত্রোপচারের পরামর্শ দেন।
কীভাবে হয় এই অপারেশন
চিকিৎসকরা জানাচ্ছেন, এই পদ্ধতিতে বিশেষ সূচ বা নিডলের সাহায্যে ১০৩ ডিগ্রি তাপমাত্রায় বাষ্প প্রয়োগ করা হয়। আর তাতে খুব অল্প সময়ে প্রস্টেট গ্রন্থি আগের অবস্থায় ফিরে 🐻আসে। রেডিও ফ্রিকোয়েন্সি জেনারেটর হল এই থেরাপি প্রয়োগের প্রধান যন্ত্র। তার মাধ্যমে জলকে ১০৩ ডিগ্রি তাপমাত্রায় ফুটিয়ে বাষ্পে পরিণত করা হয়। এছাড়া আরও একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। সেটি এক ধরনের হাতে ব্যবহার করা যন্ত্র। এই যন্ত্রের সাহায্যে সূচের মাধ্যমে জলীয় বাষ্প প্রস্টেটে প্রবেশ করানো হয়েছে।