ইঁদুরের উপদ্রব। আর তার জেরে মৃতদেহ দাহ বন্ধ থাকল কাশীপুরের রামকৃষ্ণদেব মহাশ্মশান বা রতনবাবুর ঘাটে। আ🧸সলে এই মহাশ্মশানের বৈদ্যুতিক চুল্লির বিদ্যুৎ সংযোগের তার কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল ইঁদুর। সেই কারণে চুল্লিতে বিদ্যুৎ সং🥃যোগ ব্যাহত হয়ে। ফলে চুল্লি বন্ধ থাকে। এর জেরে এদিন এই ঘাটে মৃতদেহ দাহও বন্ধ থাকে। উল্লেখ্য, রাস্তা, সেতু থেকে শুরু করে কলকাতা পুরসভাতে ইঁদুরের উপদ্রবের কথা শোনা গিয়েছে। আর এবার ইঁদুরের উপদ্রব শ্মশানে।
আরও পড়ুন: বালিগঞ্জে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ, পকেটে মিলল অবসাদ কমান🍌োর ওষুধ, তদন্তে পুলিশ
জꦚানা গিয়েছে, সম্প্রতি এই মহাশ্মশানে ইঁদুরের উপদ্রব বেড়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় এদিন সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। খবর পেয়ে পুরসভার স্বাস্ꦚথ্য এবং আলো বিভাগের ইঞ্জিয়াররা সেখানে পৌঁছন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বুধবার দিনভর কাশীপুরের চুল্লিতে শবদাহ বন্ধ থাকে। রাত অবধি পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যান ইঞ্জিনিয়াররা।
এদিকে, বহু মানুষ মৃতদেহ সৎকারের জন্য এদিন ঘাটে উপস্থিত হয়েছিলেন। কিন্তু, বৈদ্যুতিক চুল্লি বন্ধ থাকায় এই শ্মশানে নিয়ে আসা মৃতদেহগুলি পাঠিয়ে দেওয়া হয় নিমতলা ঘাট এবং কাশী মিত্র শ্মশানে। যার ফলে সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। এই অবস্থায় অন্যান্য শ্মশান ঘাটগুলিতে এভাবে ইঁদুরের বাহিনী সᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚক্রিয় হয়ে উঠলে সেক্ষেত্র🎶ে শহর জুড়ে মৃতদেহ দাহের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছেন পুরসভার আধিকারিকরা।
পুরসভার তরফে দাবি করা হয়েছে, যে শ্মশানঘাট গুলিতে পরিষেবা আগের থেকে উন্নত হয়েছে🌊। তাছাড়া, পরিষ্কার পরিচ্ছন্নতাও বেড়েছে। কিন্তু, তারপরেও কেন ইঁদুরের উপদ্রব বাড়ছে? সেই প্রসঙ্গে আধিকারিক জানান, সাধারণত শ্মশান ঘাটে ইঁদুরের প্রচুর খাদ্য পড়ে থাকে, যেমন খই, কলা, আতপ চাল এবং অন্যান্য খাদ্য সামগ্রী। সেই খাবারের লোভেই শ্মশানের আশেপাশে ঘাঁটি গেড়ে বসছে ইঁদুর। এই অবস্থায় এ ধরনের সমস্যা থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় তা কিছুতেই ভেবে উঠতে পারছেন না আধিকারিকরা।
প্রসঙ্গত, সম্প্রতি পুরসভার সদর কার্যালয়ে ইঁদুরের উপদ্রব বেড়েছিল। আর তারপরেই পুরসভায় সাপের হানা ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। সেক্ষেত্রে ইঁদুর থাকার ফলেই পুরসভায় সাপের উপদ্রব বেড়েছিল বলে মত অনেকের। তবে ইঁদুরের উপদ্রব কমাতে কাচের গুঁড়ো ছড়ানোর পরিক𝓀ল্পনা করেছিল পুরসভা। তবে পশুপ্রেমীদের আপত্তির জেরে সেই পরিকল্পনা ভেস্তে যায়।&🥂nbsp;