রেশন দুর্নীতিকাণ্ডে বহুদিন আগেই গ্রেফতার হয়েছেন বাকিবুর রহমান। তার সূত্র ধরে ইডি হেফাজতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও। আর এবার ইডির নজরে খাদ্য দফতরের আধিকারিকরা। এর আগে জানা গিয়েছিল, 'ম্যানগ্রোভ' নামক একটি বাংলা সিনেমার প্রযোজনা করেছিলেন রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত বাকিবুর রহমান। আর সেই 'ম্যানগ্রোভ' সিনেমার পরিচালক নাকি ছিলেন খাদ্য দফতরেরই একজন কর্মী। নাম সৌরভ মুখোপাধ্যায়। এদিকে সেই সিনেমার গল্প নাকি লিখেছিলেন খাদ্য দফতরের তৎকালীন অ্যাডিশনাল ডিরেক্টর পার্থসারথি গায়েন। যদিও বাকিবুরকে সেভাবে চিনতেন না বলেই জানিয়েছেন 'ম্যানগ্রোভ'-এর পরিচালক। আর এরই মাঝে রিপোর্টে দাবি করা হল, ইডির তদন্তে খাদ্য দফতরের একাংশের জড়িত থাকার সূত্র বেরিয়ে আসছে। ইডি সূত্রে জানা গিয়েছে, বাকিবুরই নয়, আরও একাধিক রেশন ডিলারদের গোষ্ঠী বিগত ১ দশক ধরে খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে মিলে অসাধু চক্র গড়ে তুলেছিল। (আরও পড়ুন: আগামী পাঁচ বছরের জন্য দেশের মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণাꦑ মোদীর)